Saturday, May 3, 2025

নির্বাচন কমিশনের তুঘলকি আচরণ! সোমে নিযুক্ত সহায়কে সরিয়ে DGP করা হল সঞ্জয় মুখোপাধ্যায়কে

Date:

Share post:

নির্বাচন কমিশনের তুঘলকি আচরণ। ফের রাজ্য পুলিশের ডিজি বদল। রাজীব কুমারকে পদ থেকে সরিয়ে সেখানে বিবেক সহায়কে বসানো হয়। ২৪ ঘণ্টার আগেই তাঁকে সরিয়ে সেই পদে বসানো হল সঞ্জয় মুখোপাধ্যায়কে (Sanjay Mukharjee)। কারণ, হিসেবে জানানো হয়েছে, প্রবীণ আইপিএস অফিসার বিবেক সহায়ের চাকরির মেয়াদ ৬ মাসও নেই। সেই কারণেই তাঁকে সোমবার অন্তর্বর্তীকালীন DGP পদে বসানো হলেও, মঙ্গলবারই তাঁকে সরিয়ে সেই পদে অত্যন্ত পরিচিত মুখ সঞ্জয় মুখোপাধ্যায়কে (Sanjay Mukharjee) দায়িত্ব দিল কমিশন।

মঙ্গলবার রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিককে চিঠি দিয়ে জাতীয় নির্বাচন কমিশন জানায়, রাজ্য পুলিশের ডিজির পদে সঞ্জয়কে বসানোর অনুমতি দিয়েছে কমিশন। এদিন বিকেল ৫টার মধ্যেই সঞ্জয়কে ডিজির দায়িত্ব দিতে হবে রাজ্যকে।

নির্বাচন কমিশনের আদর্শ আচরণ বিধি লাগু হওয়ার পরেই সোমবার বিজেপির মর্জি মাফিক রাজ্য় পুলিশের ডিজি রাজীব কুমারকে পদ থেকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। নতুন ডিজি পদের জন্য রাজ্যের তরফ থেকে তিনজন সবচেয়ে সিনিয়র আইপিএস অফিসারের নাম পাঠানো হয়। সেই তালিকায় প্রথম নাম ছিল রাজ্য পুলিশের হোম গার্ডের ডিজি বিবেক সহায়ের। দ্বিতীয় নাম সঞ্জয় মুখোপাধ্যায় ও তৃতীয় নাম রাজেশ কুমারের। সেই মতো সোমবারই নিয়ে বিবেক সহায়ের নামে সিলমোহর দেয় জাতীয় নির্বাচন কমিশন। কিন্তু একটি দিনও পেরলো না। বিবেক সহায়কে সরিয়ে সেই পদে বসানো হয় সঞ্জয়কে। কমিশনের তরফ এদিন বিকেল পাঁচটার মধ্যেই তাঁকে দায়িত্ব বুঝিয়ে দিতে বলা হয়েছে। একদিনর DGP হিসেবে নাম থাকল বিকেল সহায়ের।

কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠছে, কেন এই তুঘলকি আচরণ! বিবেক সহায়ের অবসর নেওয়ার কথা ৩১ মে। কিন্তু নির্বাচন প্রক্রিয়া চলবে জুন মাস পর্যন্ত। সেই কারণেই এই বদল। তাহলে সোমবার যখন রাজ্যের তরফে তালিকা পাঠানো হল, তখন সেই তালিকায় তো সঞ্জয় মুখোপাধ্যায়েরও নাম ছিল। সিনিয়ার হিসেবে প্রথমে সহায় ও দ্বিতীয় সঞ্জয়। তাহলে বিবেক সহায়কে পদে বসানোর নির্দেশ দেওয়ার আগে কি কমিশন দেখেনি তাঁর চাকরির মেয়াদ কতদিন? তখনই তো সঞ্জয় মুখোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া যেত! বিরোধীদের মতে, বিজেপির অঙ্গুলি হেলনেই চলছে কমিশন। সেই কারণেই সঠিক সিদ্ধান্ত নিতে সময় লাগছে তাদের।





spot_img

Related articles

শনির সকালেও জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি পাক সেনার  

পহেলগাম রক্তাক্ত (Pahelgam attack) হওয়ার পর থেকে যেকোনও মুহূর্তে পাকিস্তানের উপর ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো হচ্ছে, ততই...

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...