Friday, August 22, 2025

নির্বাচন কমিশনের তুঘলকি আচরণ! সোমে নিযুক্ত সহায়কে সরিয়ে DGP করা হল সঞ্জয় মুখোপাধ্যায়কে

Date:

নির্বাচন কমিশনের তুঘলকি আচরণ। ফের রাজ্য পুলিশের ডিজি বদল। রাজীব কুমারকে পদ থেকে সরিয়ে সেখানে বিবেক সহায়কে বসানো হয়। ২৪ ঘণ্টার আগেই তাঁকে সরিয়ে সেই পদে বসানো হল সঞ্জয় মুখোপাধ্যায়কে (Sanjay Mukharjee)। কারণ, হিসেবে জানানো হয়েছে, প্রবীণ আইপিএস অফিসার বিবেক সহায়ের চাকরির মেয়াদ ৬ মাসও নেই। সেই কারণেই তাঁকে সোমবার অন্তর্বর্তীকালীন DGP পদে বসানো হলেও, মঙ্গলবারই তাঁকে সরিয়ে সেই পদে অত্যন্ত পরিচিত মুখ সঞ্জয় মুখোপাধ্যায়কে (Sanjay Mukharjee) দায়িত্ব দিল কমিশন।

মঙ্গলবার রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিককে চিঠি দিয়ে জাতীয় নির্বাচন কমিশন জানায়, রাজ্য পুলিশের ডিজির পদে সঞ্জয়কে বসানোর অনুমতি দিয়েছে কমিশন। এদিন বিকেল ৫টার মধ্যেই সঞ্জয়কে ডিজির দায়িত্ব দিতে হবে রাজ্যকে।

নির্বাচন কমিশনের আদর্শ আচরণ বিধি লাগু হওয়ার পরেই সোমবার বিজেপির মর্জি মাফিক রাজ্য় পুলিশের ডিজি রাজীব কুমারকে পদ থেকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। নতুন ডিজি পদের জন্য রাজ্যের তরফ থেকে তিনজন সবচেয়ে সিনিয়র আইপিএস অফিসারের নাম পাঠানো হয়। সেই তালিকায় প্রথম নাম ছিল রাজ্য পুলিশের হোম গার্ডের ডিজি বিবেক সহায়ের। দ্বিতীয় নাম সঞ্জয় মুখোপাধ্যায় ও তৃতীয় নাম রাজেশ কুমারের। সেই মতো সোমবারই নিয়ে বিবেক সহায়ের নামে সিলমোহর দেয় জাতীয় নির্বাচন কমিশন। কিন্তু একটি দিনও পেরলো না। বিবেক সহায়কে সরিয়ে সেই পদে বসানো হয় সঞ্জয়কে। কমিশনের তরফ এদিন বিকেল পাঁচটার মধ্যেই তাঁকে দায়িত্ব বুঝিয়ে দিতে বলা হয়েছে। একদিনর DGP হিসেবে নাম থাকল বিকেল সহায়ের।

কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠছে, কেন এই তুঘলকি আচরণ! বিবেক সহায়ের অবসর নেওয়ার কথা ৩১ মে। কিন্তু নির্বাচন প্রক্রিয়া চলবে জুন মাস পর্যন্ত। সেই কারণেই এই বদল। তাহলে সোমবার যখন রাজ্যের তরফে তালিকা পাঠানো হল, তখন সেই তালিকায় তো সঞ্জয় মুখোপাধ্যায়েরও নাম ছিল। সিনিয়ার হিসেবে প্রথমে সহায় ও দ্বিতীয় সঞ্জয়। তাহলে বিবেক সহায়কে পদে বসানোর নির্দেশ দেওয়ার আগে কি কমিশন দেখেনি তাঁর চাকরির মেয়াদ কতদিন? তখনই তো সঞ্জয় মুখোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া যেত! বিরোধীদের মতে, বিজেপির অঙ্গুলি হেলনেই চলছে কমিশন। সেই কারণেই সঠিক সিদ্ধান্ত নিতে সময় লাগছে তাদের।





Related articles

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকের মেধাতালিকা প্রকাশ, শুরু হচ্ছে ভর্তি: জানালেন শিক্ষামন্ত্রী

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকস্তরে প্রকাশিত হল অনলাইনে পোর্টালে ভর্তির ফলাফল। শুক্রবার ফল (Result) প্রকাশের সঙ্গে সঙ্গেই ভর্তি প্রক্রিয়া...

কিছু হাই কোর্টের বিচারপতির কর্তব্যবোধ কম পড়ছে: মত সুপ্রিম কোর্টের বিচারপতির

একাধিক হাই কোর্টের বিচারপতিদের স্বরূপ বাংলায় অনেক আগেই খুলে গিয়েছে, যখন হাই কোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে...

মোদিজি আসুন বাংলার উন্নয়ন দেখে যান: কটাক্ষ চন্দ্রিমার

“ছাব্বিশের নির্বাচনের আগে আবার আসতে শুরু করেছেন। এবার থেমে থাকুন দাদা।“ নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া...

স্বপ্নভঙ্গ নয়, মুক্তির লড়াই: জাতীয় স্তরের রেফারি হলেন গোপীবল্লভপুরের মনি খিলাড়ি

এ গল্প কোনো স্বপ্নভঙ্গের নয়, বরং শৃঙ্খল ভাঙার গল্প। কনকনে শীতের রাতে বাড়ি থেকে পালিয়ে নিজের বিয়ে ভেঙে...
Exit mobile version