Sunday, November 9, 2025

এটিএমের গাড়িতেও বাড়তি নজরদারি, নির্বাচনে বেআইনি টাকা রুখতে কড়া কমিশন

Date:

লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার সময়ই ভোটে আর্থিক ক্ষমতার প্রয়োগের উপর বিশেষ নজরদারির কথা ঘোষণা করেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলির আর্থিক ক্ষমতার প্রয়োগ রুখতে কড়া হাতে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান মুখ্য নির্বাচন কমিশনার। কীভাবে এই ব্যবস্থা গ্রহণ করা হবে তা পরে জানানো হবে বলেও জানান তিনি।

সেই অনুযায়ী, এবার ভোটের ময়দানে বেআইনি কালো টাকা রুখতে নয়া পদক্ষেপ গ্রহণ করল নির্বাচন কমিশন। বুধবার, কমিশনের তরফে জানানো হয়েছে, এখন থেকে ব্যাঙ্কের গাড়িতেও চালানো হবে বিশেষ নজরদারি। বিশেষ করে এটিএমে টাকা নিয়ে যাওয়ার গাড়িকেও দিতে হবে বৈধতার পরীক্ষা।নির্বাচন কমিশন সূত্রে খবর, এখন থেকে ভোট পর্যন্ত নাকা চেকিংয়ের আওতায় নিয়ে আসা হয়েছে ব্যাঙ্কের গাড়িগুলিকেও। এই মর্মে, কালো টাকা ও অবৈধ লেনদেনের উপর নজরদারি চালাতে রাষ্ট্রায়াত্ত্ব ব্যাঙ্কগুলিকেও নির্দেশ দিয়েছে কমিশন।

কীভাবে চালানো হবে, এই নজরদারি ? নির্বাচন কমিশনের তরফে এই বিষয়ে জানানো হয়েছে, ব্যাঙ্কের গাড়ি বা এটিএমে টাকা ভড়ার গাড়িতে ব্যবহার করতে হবে ‘কিউআর কোড’। ওই ‘কিউআর কোড’-এই দেওয়া থাকবে গাড়িতে থাকা টাকার হিসেব। আর ‘কিউআর কোড’-এ দেওয়া হিসেব না মিললেই বাজেয়াপ্ত করা হবে ওই টাকা, এমনই নির্দেশ নির্বাচন কমিশনের।

২০২৪-এর লোকসভা নির্বাচনে দেশের কোনও রাজনৈতিক দলই যাতে টাকার বিনিময় কোনওভাবে ফায়দা তুলতে না পারে তাই এই কড়া পদক্ষেপ কমিশনের। সূত্রের খবর, ব্যাঙ্কের গাড়ির পাশাপাশি, লোকসভা নির্বাচনের প্রাক্কালে সব গাড়ির উপরই চালানো হবে নজরদারি।

 

Related articles

‘অরণি সরণি’, উৎপল সিনহার কলম 

প্রথমে সিমেন্টের রাস্তায় লোহার ঠেলাগাড়ির আওয়াজ তারপর চিৎকার , ' ময়লা আছে? ' ছুটে যাই । উপুড় করে দিই ডাস্টবিন। ভাবি যদি সব ময়লা...

ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোক! SIR-আতঙ্কে মৃত্যু এবার BLO-র

কারো নাম নেই ভোটার তালিকায়, কারো পরিচয়ে ভুল। এই সব আতঙ্কে যখন রাজ্যে একের পর এক সহনাগরিকদের মৃত্যু...

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...

কীভাবে দত্তাবাদে খুন স্বর্ণ ব্যবসায়ী: এবার তদন্তে গোয়েন্দা বিভাগ

পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা। সোনার ব্যবসা করতেন নিউটাউনের দত্তাবাদে। দেহ পাওয়া গেল যাত্রাগাছির কাছে। খুনে নাম জড়ালো জলপাইগুড়ির...
Exit mobile version