Tuesday, November 11, 2025

এটিএমের গাড়িতেও বাড়তি নজরদারি, নির্বাচনে বেআইনি টাকা রুখতে কড়া কমিশন

Date:

লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার সময়ই ভোটে আর্থিক ক্ষমতার প্রয়োগের উপর বিশেষ নজরদারির কথা ঘোষণা করেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলির আর্থিক ক্ষমতার প্রয়োগ রুখতে কড়া হাতে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান মুখ্য নির্বাচন কমিশনার। কীভাবে এই ব্যবস্থা গ্রহণ করা হবে তা পরে জানানো হবে বলেও জানান তিনি।

সেই অনুযায়ী, এবার ভোটের ময়দানে বেআইনি কালো টাকা রুখতে নয়া পদক্ষেপ গ্রহণ করল নির্বাচন কমিশন। বুধবার, কমিশনের তরফে জানানো হয়েছে, এখন থেকে ব্যাঙ্কের গাড়িতেও চালানো হবে বিশেষ নজরদারি। বিশেষ করে এটিএমে টাকা নিয়ে যাওয়ার গাড়িকেও দিতে হবে বৈধতার পরীক্ষা।নির্বাচন কমিশন সূত্রে খবর, এখন থেকে ভোট পর্যন্ত নাকা চেকিংয়ের আওতায় নিয়ে আসা হয়েছে ব্যাঙ্কের গাড়িগুলিকেও। এই মর্মে, কালো টাকা ও অবৈধ লেনদেনের উপর নজরদারি চালাতে রাষ্ট্রায়াত্ত্ব ব্যাঙ্কগুলিকেও নির্দেশ দিয়েছে কমিশন।

কীভাবে চালানো হবে, এই নজরদারি ? নির্বাচন কমিশনের তরফে এই বিষয়ে জানানো হয়েছে, ব্যাঙ্কের গাড়ি বা এটিএমে টাকা ভড়ার গাড়িতে ব্যবহার করতে হবে ‘কিউআর কোড’। ওই ‘কিউআর কোড’-এই দেওয়া থাকবে গাড়িতে থাকা টাকার হিসেব। আর ‘কিউআর কোড’-এ দেওয়া হিসেব না মিললেই বাজেয়াপ্ত করা হবে ওই টাকা, এমনই নির্দেশ নির্বাচন কমিশনের।

২০২৪-এর লোকসভা নির্বাচনে দেশের কোনও রাজনৈতিক দলই যাতে টাকার বিনিময় কোনওভাবে ফায়দা তুলতে না পারে তাই এই কড়া পদক্ষেপ কমিশনের। সূত্রের খবর, ব্যাঙ্কের গাড়ির পাশাপাশি, লোকসভা নির্বাচনের প্রাক্কালে সব গাড়ির উপরই চালানো হবে নজরদারি।

 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version