Saturday, August 23, 2025

এটিএমের গাড়িতেও বাড়তি নজরদারি, নির্বাচনে বেআইনি টাকা রুখতে কড়া কমিশন

Date:

লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার সময়ই ভোটে আর্থিক ক্ষমতার প্রয়োগের উপর বিশেষ নজরদারির কথা ঘোষণা করেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলির আর্থিক ক্ষমতার প্রয়োগ রুখতে কড়া হাতে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান মুখ্য নির্বাচন কমিশনার। কীভাবে এই ব্যবস্থা গ্রহণ করা হবে তা পরে জানানো হবে বলেও জানান তিনি।

সেই অনুযায়ী, এবার ভোটের ময়দানে বেআইনি কালো টাকা রুখতে নয়া পদক্ষেপ গ্রহণ করল নির্বাচন কমিশন। বুধবার, কমিশনের তরফে জানানো হয়েছে, এখন থেকে ব্যাঙ্কের গাড়িতেও চালানো হবে বিশেষ নজরদারি। বিশেষ করে এটিএমে টাকা নিয়ে যাওয়ার গাড়িকেও দিতে হবে বৈধতার পরীক্ষা।নির্বাচন কমিশন সূত্রে খবর, এখন থেকে ভোট পর্যন্ত নাকা চেকিংয়ের আওতায় নিয়ে আসা হয়েছে ব্যাঙ্কের গাড়িগুলিকেও। এই মর্মে, কালো টাকা ও অবৈধ লেনদেনের উপর নজরদারি চালাতে রাষ্ট্রায়াত্ত্ব ব্যাঙ্কগুলিকেও নির্দেশ দিয়েছে কমিশন।

কীভাবে চালানো হবে, এই নজরদারি ? নির্বাচন কমিশনের তরফে এই বিষয়ে জানানো হয়েছে, ব্যাঙ্কের গাড়ি বা এটিএমে টাকা ভড়ার গাড়িতে ব্যবহার করতে হবে ‘কিউআর কোড’। ওই ‘কিউআর কোড’-এই দেওয়া থাকবে গাড়িতে থাকা টাকার হিসেব। আর ‘কিউআর কোড’-এ দেওয়া হিসেব না মিললেই বাজেয়াপ্ত করা হবে ওই টাকা, এমনই নির্দেশ নির্বাচন কমিশনের।

২০২৪-এর লোকসভা নির্বাচনে দেশের কোনও রাজনৈতিক দলই যাতে টাকার বিনিময় কোনওভাবে ফায়দা তুলতে না পারে তাই এই কড়া পদক্ষেপ কমিশনের। সূত্রের খবর, ব্যাঙ্কের গাড়ির পাশাপাশি, লোকসভা নির্বাচনের প্রাক্কালে সব গাড়ির উপরই চালানো হবে নজরদারি।

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version