Sunday, May 4, 2025

লাদাখকে ষষ্ঠ তফশিলের (Sixth schedule) অন্তর্ভুক্ত করা জরুরি, এটা বুঝেই জোর তোড়জোড় শুরু করেছিল মোদি সরকার ২০২০ সালে। লাদাখের মানুষ ভেবেছিল বাঁচবে জমি, লাদাখের ওপর নির্ভর করে বেঁচে থাকা কয়েকটি দেশের প্রায় ২০০ কোটি মানুষ আর ভারত ভূখণ্ডের বিস্তীর্ণ জমিতে স্বাধীনভাবে চরে বেড়ানো গবাদি পশুও বাঁচবে। অথচ ২০২৪ লোকসভা নির্বাচনের আগে সেই সব প্রতিশ্রুতি, প্রস্তুতি বন্ধ। উল্টে স্বাধীন লাদাখের জমি, খনিজ সম্পদের দখলদারি চলে যাচ্ছে বড় বড় শিল্পপতিদের হাতে, চুপিসাড়ে এলাকা দখল করে নিচ্ছে চিনও। প্রতিবাদে ২১ দিন অনশনে পরিবেশকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। তাঁর সঙ্গে লাদাখের বরফ-জমা খোলা জায়গায় রাত জাগছেন ২৫০ মানুষ। মোদি সরকার কর্ণপাত না করলে ১০০০ মানুষকে নিয়ে লাদাখ সীমানা পর্যন্ত হাঁটার পরিকল্পনা প্রতিবাদীদের।

লাদাখের হিমবাহ বাঁচিয়ে রেখেছে গোটা ভারতীয় উপমহাদেশকে। মার্চের শুরুতে দেশের দক্ষিণ প্রান্তে জলসংকট শুরু হওয়ার পর লাদাখের আশীর্বাদেই রক্ষা পাচ্ছে উত্তর ভারত। সংবিধানের ষষ্ঠ তফশিলের অন্তর্ভুক্ত হলে এই জমির ওপর বহিরাগত কারো অধিকার প্রতিষ্ঠা, অবাধে এই জমি হস্তান্তর, জমি বিক্রির সম্ভাবনা থেকে রক্ষা পাবে লাদাখ। সেই প্রতিশ্রুতি দিয়েও এখন মুনাফা লাভের আশায় লাদাখের জমি চুপিসাড়ে শিল্পপতিদের হাতে তুলে দিচ্ছে মোদি সরকার। সীমানায় কেন্দ্রের ভ্রান্ত নীতি পথ খুলে দিয়েছে চিনকে। একটু একটু করে তারা দখল করে নিচ্ছে থ্রি ইডিয়টস (3 Idiots)-এ দেখা নীল আকাশ, ঘন নীল জল আর শুকনো ঘাসে ঢাকা জমি।

নিজেদের জমি, আদিবাসী সংস্কৃতি বাঁচাতে নেতা সোনম ওয়াংচুর দেখানো পথে খোলা আকাশের নিচে দিন-রাত অনশনে বসেছেন ২৫০ মানুষ। প্রতিদিন সেখানে নতুন নতুন মানুষ আরও যোগ দিচ্ছেন। গোটা দেশের মানুষকে প্রকৃতি ও লাদাখ বাঁচানোর এই লড়াইতে সামিল করার জন্য খোলা হয়েছে ‘ফ্রেন্ডস অফ লাদাখ’ (Freinds of Ladakh) গ্রুপ। ভার্চুয়াল মাধ্যমে গোটা দেশ থেকে মানুষ সাড়া দিয়েছেন তাঁদের সঙ্গে। এবার গোটা দেশের মানুষের সমর্থন নিয়েই লাদাখ সীমানা পর্যন্ত ১০০০ মানুষকে নিয়ে হাঁটার পরিকল্পনা করেছেন সোনম। সেখানে পৌঁছে লাদাখ সীমানার বাস্তব পরিস্থিতি তুলে ধরবেন তাঁরা। লোকসভায় ৪০০ আসনের লক্ষ্য নিয়ে এগোনো বিজেপ উত্তর ভারতের আসন নিয়ে নিশ্চিত হয়ে গেলেও একটি আসন তাদের হাতছাড়া হওয়ার পথেই, বোঝাচ্ছে লাদাখের প্রতিবাদীরা।

Related articles

রোমারিও শেফার্ডের ঝোরো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...

বার্নপুরে শ্রীচৈতন্য মহাপ্রভুর পাদুকা! উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে ভক্তদের 

আগামিকাল অর্থাৎ রবিবার প্রথমবার আসানসোলের বার্নপুর আনা হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভুর জোড়া পাদুকা। বার্নপুর টাউন পুজো কমিটির উদ্যোগেই এই...
Exit mobile version