Friday, August 22, 2025

চিনকে লাদাখ ছাড়ছে মোদি সরকার! ১০০০ লোকের প্রতিবাদ বরফ-জমা সীমানায়

Date:

লাদাখকে ষষ্ঠ তফশিলের (Sixth schedule) অন্তর্ভুক্ত করা জরুরি, এটা বুঝেই জোর তোড়জোড় শুরু করেছিল মোদি সরকার ২০২০ সালে। লাদাখের মানুষ ভেবেছিল বাঁচবে জমি, লাদাখের ওপর নির্ভর করে বেঁচে থাকা কয়েকটি দেশের প্রায় ২০০ কোটি মানুষ আর ভারত ভূখণ্ডের বিস্তীর্ণ জমিতে স্বাধীনভাবে চরে বেড়ানো গবাদি পশুও বাঁচবে। অথচ ২০২৪ লোকসভা নির্বাচনের আগে সেই সব প্রতিশ্রুতি, প্রস্তুতি বন্ধ। উল্টে স্বাধীন লাদাখের জমি, খনিজ সম্পদের দখলদারি চলে যাচ্ছে বড় বড় শিল্পপতিদের হাতে, চুপিসাড়ে এলাকা দখল করে নিচ্ছে চিনও। প্রতিবাদে ২১ দিন অনশনে পরিবেশকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। তাঁর সঙ্গে লাদাখের বরফ-জমা খোলা জায়গায় রাত জাগছেন ২৫০ মানুষ। মোদি সরকার কর্ণপাত না করলে ১০০০ মানুষকে নিয়ে লাদাখ সীমানা পর্যন্ত হাঁটার পরিকল্পনা প্রতিবাদীদের।

লাদাখের হিমবাহ বাঁচিয়ে রেখেছে গোটা ভারতীয় উপমহাদেশকে। মার্চের শুরুতে দেশের দক্ষিণ প্রান্তে জলসংকট শুরু হওয়ার পর লাদাখের আশীর্বাদেই রক্ষা পাচ্ছে উত্তর ভারত। সংবিধানের ষষ্ঠ তফশিলের অন্তর্ভুক্ত হলে এই জমির ওপর বহিরাগত কারো অধিকার প্রতিষ্ঠা, অবাধে এই জমি হস্তান্তর, জমি বিক্রির সম্ভাবনা থেকে রক্ষা পাবে লাদাখ। সেই প্রতিশ্রুতি দিয়েও এখন মুনাফা লাভের আশায় লাদাখের জমি চুপিসাড়ে শিল্পপতিদের হাতে তুলে দিচ্ছে মোদি সরকার। সীমানায় কেন্দ্রের ভ্রান্ত নীতি পথ খুলে দিয়েছে চিনকে। একটু একটু করে তারা দখল করে নিচ্ছে থ্রি ইডিয়টস (3 Idiots)-এ দেখা নীল আকাশ, ঘন নীল জল আর শুকনো ঘাসে ঢাকা জমি।

নিজেদের জমি, আদিবাসী সংস্কৃতি বাঁচাতে নেতা সোনম ওয়াংচুর দেখানো পথে খোলা আকাশের নিচে দিন-রাত অনশনে বসেছেন ২৫০ মানুষ। প্রতিদিন সেখানে নতুন নতুন মানুষ আরও যোগ দিচ্ছেন। গোটা দেশের মানুষকে প্রকৃতি ও লাদাখ বাঁচানোর এই লড়াইতে সামিল করার জন্য খোলা হয়েছে ‘ফ্রেন্ডস অফ লাদাখ’ (Freinds of Ladakh) গ্রুপ। ভার্চুয়াল মাধ্যমে গোটা দেশ থেকে মানুষ সাড়া দিয়েছেন তাঁদের সঙ্গে। এবার গোটা দেশের মানুষের সমর্থন নিয়েই লাদাখ সীমানা পর্যন্ত ১০০০ মানুষকে নিয়ে হাঁটার পরিকল্পনা করেছেন সোনম। সেখানে পৌঁছে লাদাখ সীমানার বাস্তব পরিস্থিতি তুলে ধরবেন তাঁরা। লোকসভায় ৪০০ আসনের লক্ষ্য নিয়ে এগোনো বিজেপ উত্তর ভারতের আসন নিয়ে নিশ্চিত হয়ে গেলেও একটি আসন তাদের হাতছাড়া হওয়ার পথেই, বোঝাচ্ছে লাদাখের প্রতিবাদীরা।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version