Thursday, May 8, 2025

লোকসভা নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Bandyopadhyay) ডাকতে পারবে না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সাফ জানিয়ে দিল শীর্ষ আদালত (Supreme Court)। একইসঙ্গে অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও ডাকতে পারবে না ED। ১০ জুলাই পরবর্তী শুনানি পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে বলে জানিয়েছেন অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু। একইসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সচিব সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করার বিষয়ে আবেদনের শুনানিও হবে ১০ জুলাই।

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ED শেষ ডেকেছিল ২০২২ সালের মার্চ মাসে। আর তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে এনফোর্সমেন্ট ডিরেক্টরের শেষবার ডেকেছিল ২০২৩-এর সেপ্টেম্বরে। তারপর থেকে তাঁদের আর ডাকা হয়নি। শুধু তাই নয়, যতবারই ডাকা হয়েছে তাঁরা তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করেছেন। এই প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের নির্দেশ, ভোট প্রক্রিয়া শেষ হওয়ার আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রুজিটা বন্দ্যোপাধ্যায়কে আর কোনোভাবেই ডাকতে পারবে না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি রয়েছে ১০ জুলাই। সেই পর্যন্তই এই আদেশ কার্যকর থাকবে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু। একই সঙ্গে অভিষেকের ব্যক্তিগত সচিব সুমিত রায়ের ক্ষেত্রেও প্রায় একই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সে ক্ষেত্রেও মামলা মামলার পরবর্তী শুনানি রয়েছে সেই একই তারিখ ১০ জুলাই।

নির্বাচন এলেই বিরোধী রাজনৈতিক দলগুলিকে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে হেনস্থা করে মোদি সরকার- এই অভিযোগ একা তৃণমূলের নয়, বাম, কংগ্রেস, এসপি, আরজেডি, শিবসেনা, আপ- সব রাজনৈতিক দলেরই। এর আগে যতবারই কেন্দ্রীয় এজেন্সি ডেকেছে অভিষেক গিয়ে তাঁর বক্তব্য জানিয়ে এসেছেন। শুধু তাই নয়, দীর্ঘ ৯-১০ ঘণ্টা কেন্দ্রীয় এজেন্সির অফিসে থাকার পরেও বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির এই রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে হুংকার দিয়েছেন। ভোটের আগে তাঁর রাজনৈতিক কর্মসূচি রয়েছে। সেই কারণে তিনি খুবই ব্যস্ত। এই পরিস্থিতিতে তাঁকে আর ডাকতে পারবে না ED- স্পষ্ট নির্দেশ শীর্ষ আদালতের।



Related articles

ভারতে ২৭টি বিমানবন্দর বন্ধ, বাতিল ৪৩০ উড়ান! পাকিস্তানেও নিষেধাজ্ঞা জারি

ভারত-পাকিস্তান(IND-PAK) অশান্তির মধ্যে বহু বিমানবন্দর(Air Port) বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে অসামরিক বিমান(Aircraft) পরিবহন মন্ত্রক। এখনও পর্যন্ত ২৭টি বিমানবন্দর(Air...

কলকাতায় পর পর অগ্নিকাণ্ডের জের, কড়া নির্দেশিকা জারি পুর ও নগরোন্নয়ন দফতরের

সম্প্রতি কলকাতায়(Kolkata) পর পর অগ্নিকাণ্ডে(Fire Incident) প্রাণহানি ঘটনার জেরে বাণিজ্যিক ভবনগুলিতে অগ্নি সুরক্ষা বিধি নিয়ে কঠোর অবস্থান নিয়েছে...

বায়ুসেনাকে ‘ফ্রি হ্যান্ড’ প্রধানমন্ত্রীর, রাজস্থান – পঞ্জাবে জারি হাইঅ্যালার্ট!

অপারেশন সিন্দুরের (Operation Sindoor) পর ভারত- পাক সীমান্ত পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার সকালে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের (Ajit...

LOC-তে বাড়ছে গুলির লড়াই, গুলমার্গে বন্ধ রোপওয়ে পরিষেবা

পহেলগাম হামলার (Pahelgam Attack) পর থেকে একটানা ১৪ দিন ধরে সীমান্তের সংঘর্ষ বিরতি চুক্তি লংঘন করছে পাকিস্তান (Pakistan)।...
Exit mobile version