Saturday, November 15, 2025

অবশেষে শেষ হল দীর্ঘমেয়াদী এসএসসি (SSC) মামলার শুনানি। প্রায় তিন মাস ধরে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ রশিদির ডিভিশন বেঞ্চে চলে শুনানি। তবে দীর্ঘদিন ধরে চলা শুনানি শেষ হলেও স্থগিত রয়েছে রায় ঘোষণা। মামলা চলাকালীনই এসএসসি (SSC)-তে বহু নিয়োগ বেআইনি বলে অভিযোগ উঠেছে। মামলাকারীর পেশ করা পরিসংখ্যান অনুযায়ী, দেখা যায় শূন্যপদের চেয়েও নিয়োগ হয়েছে বেশি।

পরিসংখ্যান পেশ করে মামলাকারীদের আইনজীবী জানান, ২০১৬ সালে নবম-দশমে ১১ হাজার ৪২৫ জনকে নিয়োগের সুপারিশ করে এসএসসি (SSC) । সেখানে নিয়োগ হয় ১২ হাজার ৯৬৪ জন। অর্থাৎ, ১ হাজার ৫৩৯ জনকে অতিরিক্ত নিয়োগ করা হয়। একইসঙ্গে, তিনি জানান, একাদশ-দ্বাদশে ৫ হাজার ৫৫৭ জনকে নিয়োগের সুপারিশ করে এসএসসি (SSC) । সেক্ষেত্রে, নিয়োগ করা হয় ৫ হাজার ৭৫৬ জনকে। অর্থাৎ, অতিরিক্ত নিয়োগ করা হয় ১৯৯ জনকে।

এরপরই শুনানি চলাকালীন বিচারপতি দেবাংশু বসাক বলেন, এই নিয়োগ প্রক্রিয়ায় ভালো কিছু খুঁজে বার করা মুশকিল।বিচারপতির পর্যবেক্ষণ, অবিলম্বে অতিরিক্ত নিয়োগ বাতিল করা উচিত। একইসঙ্গে, আইনজীবী প্রমিত রায় বলেন, এসএসসি এবং সিবিআই কেউই বিশ্বাসযোগ্য নয়।তখনই বিচারপতিজানতে চান, তাহলে কার উপরে বিশ্বাস করব।আইনজীবী জানান, আদালত নিজের স্বতন্ত্র সিদ্ধান্তের উপর বিশ্বাস রাখুক।এরপরই বুধবার রায়দান স্থগিত রাখা হয় আদালতে।

 

Related articles

রেকর্ড আয়েই নতুন উৎসাহে ফিরল বেঙ্গল সাফারি পার্ক

রেকর্ড আয়ের হাত ধরে নতুন উদ্যমে ভরপুর হয়ে উঠেছে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক। পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরের...

SIR-এর নামে প্রতারণা চক্র! দিল্লি থেকে এসে OTP-কারসাজিতে গ্রেফতার ৮

যত বড় পরিকল্পনা, তত বড় তা নিয়ে প্রতারণার সম্ভাবনা। আধার কার্ড তৈরির সময়ে জালিয়াতি চক্র থেকে নোটবন্দিতে জাল...

রাসেলের সঙ্গে ব্রাত্য ভেঙ্কটেশকেও, নাইটরা ধরে রাখল কাদের? দেখুন তালিকা

আগামী ডিসেম্বর মাসে মিনি নিলাম আইপিএলের(IPL)। ঘর গুছিয়ে নিল আইপিএল দলগুলি।  শনিবার সন্ধ্যায় প্রকাশ করা হল কোন দল...

ঋষিকেশে বাঞ্জি জাম্পিংয়ে ভয়াবহ দুর্ঘটনা, মাঝ আকাশে দড়ি ছিঁড়ে গুরুতর জখম পর্যটক 

ঋষিকেশে অ্যাডভেঞ্চার স্পোর্টস পার্কে বাঞ্জি জাম্পিং চলাকালীন ভয়াবহ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হলেন এক তরুণ পর্যটক। বুধবার, ১২ নভেম্বর...
Exit mobile version