Thursday, May 15, 2025

অবশেষে শেষ হল দীর্ঘমেয়াদী এসএসসি (SSC) মামলার শুনানি। প্রায় তিন মাস ধরে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ রশিদির ডিভিশন বেঞ্চে চলে শুনানি। তবে দীর্ঘদিন ধরে চলা শুনানি শেষ হলেও স্থগিত রয়েছে রায় ঘোষণা। মামলা চলাকালীনই এসএসসি (SSC)-তে বহু নিয়োগ বেআইনি বলে অভিযোগ উঠেছে। মামলাকারীর পেশ করা পরিসংখ্যান অনুযায়ী, দেখা যায় শূন্যপদের চেয়েও নিয়োগ হয়েছে বেশি।

পরিসংখ্যান পেশ করে মামলাকারীদের আইনজীবী জানান, ২০১৬ সালে নবম-দশমে ১১ হাজার ৪২৫ জনকে নিয়োগের সুপারিশ করে এসএসসি (SSC) । সেখানে নিয়োগ হয় ১২ হাজার ৯৬৪ জন। অর্থাৎ, ১ হাজার ৫৩৯ জনকে অতিরিক্ত নিয়োগ করা হয়। একইসঙ্গে, তিনি জানান, একাদশ-দ্বাদশে ৫ হাজার ৫৫৭ জনকে নিয়োগের সুপারিশ করে এসএসসি (SSC) । সেক্ষেত্রে, নিয়োগ করা হয় ৫ হাজার ৭৫৬ জনকে। অর্থাৎ, অতিরিক্ত নিয়োগ করা হয় ১৯৯ জনকে।

এরপরই শুনানি চলাকালীন বিচারপতি দেবাংশু বসাক বলেন, এই নিয়োগ প্রক্রিয়ায় ভালো কিছু খুঁজে বার করা মুশকিল।বিচারপতির পর্যবেক্ষণ, অবিলম্বে অতিরিক্ত নিয়োগ বাতিল করা উচিত। একইসঙ্গে, আইনজীবী প্রমিত রায় বলেন, এসএসসি এবং সিবিআই কেউই বিশ্বাসযোগ্য নয়।তখনই বিচারপতিজানতে চান, তাহলে কার উপরে বিশ্বাস করব।আইনজীবী জানান, আদালত নিজের স্বতন্ত্র সিদ্ধান্তের উপর বিশ্বাস রাখুক।এরপরই বুধবার রায়দান স্থগিত রাখা হয় আদালতে।

 

Related articles

হাসপাতালে ভর্তি প্রভাত রায়, পরিচালকের সংক্রমণ নিয়ে বাড়ছে আশঙ্কা

গুরুতর অসুস্থ হয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষীয়ান পরিচালক প্রভাত রায় (Director Prabhat Roy)। বেশ কিছু...

সংঘাত নয়, সুসংহত আন্দোলনেই হবে টেকনিশিয়ানদের মর্যাদা ও ন্যায্য দাবি আদায়, বার্তা স্বরূপের

বঞ্চনার প্রতিবাদে প্রযোজক ও পরিচালকদের একাংশের বিরুদ্ধে এবার সর্বভারতীয় স্তরে একযোগে প্রতিবাদে শামিল হয়েছেন টেকনিশিয়ানরা। টলিপাড়ার টেকনিশিয়ানদের দেখানো...

সুপ্রিম কোর্টকে ১৪ প্রশ্ন রাষ্ট্রপতির, সংবিধান সংকটে কঠিন পরীক্ষার মুখে প্রধান বিচারপতি

রাষ্ট্রপতির ১৪টি প্রশ্নে দেশে কার্যত সাংবিধানিক সংকটের পরিস্থিতি তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই শপথ...

বিধায়ক তাপস সাহার প্রয়াণে মর্মাহত মুখ্যমন্ত্রী, শোকপ্রকাশ অভিষেকেরও

তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার (Tapas Saha) প্রয়াণে শোকজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...
Exit mobile version