বৃষ্টি উপেক্ষা করেই আরামবাগে মানুষের দুয়ারের তৃণমূলের মিতালি!

বুধবার গোঘাটের গ্রামে পৌঁছে গেলেন মিতালি। প্রাকৃতিক দমাতে পারেনি তৃণমূলের কুমারগঞ্জ, বেঙ্গাই এবং কামারপুকুর চটি এলাকার একনিষ্ট কর্মীদেরও

বছরের ৩৬৫ দিনই তিনি আরামবাগের আমজনতার পাশে থাকেন। এবার লোকসভা ভোটের প্রচারে বেরিয়ে তুমুল বৃষ্টি মাথায় নিয়েই মানুষের দুয়ারে পৌঁছে গেলেন আরামবাগ কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালি বাগ।

আজ, বুধবার গোঘাটের গ্রামে পৌঁছে গেলেন মিতালি। প্রাকৃতিক দমাতে পারেনি তৃণমূলের কুমারগঞ্জ, বেঙ্গাই এবং কামারপুকুর চটি এলাকার একনিষ্ট কর্মীদেরও। দলীয় প্রার্থীর সঙ্গে কর্মিসমর্থকরাও বিপুল সংখ্যায় জমায়েত করেন। তাঁদের প্রিয় নেত্রী মিতালি বাগকে একঝলক দেখার জন্য স্থানীয় বাসিন্দাদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।

Previous articleপ্রশাসনিক পদ ছেড়ে রাজনৈতিক দলে তামিলিসাই, তেলেঙ্গানায় শপথ নতুন রাজ্যপালের
Next articleকারা যেন বলেছিল লোক হবে না! জনসমুদ্রে দাঁড়িয়ে তীব্র কটাক্ষ অভিষেকের