Thursday, May 8, 2025

লোকসভা নির্বাচনের আগে সিএএ লাগু করা নিয়ে নিজেদের জেদ বজায় রাখতে গিয়ে ইতিমধ্যেই গোটা দেশের লক্ষ লক্ষ মানুষকে চরম অনিশ্চয়তায় ফেলে দিয়েছে কেন্দ্র সরকার। তার প্রথম ধাপ লক্ষ লক্ষ মানুষের আধার কার্ড বাতিল হওয়া। এবার সেই মামলায় কেন্দ্র সরকারের হলফনামা দাবি করল কলকাতা হাইকোর্ট। ২৪ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন হলফনামা পেশ করার নির্দেশ দেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।

জানুয়ারির মাঝামাঝি সময় থেকে দেশের বিভিন্ন অংশের পাশাপাশি রাজ্যের মানুষের আধার কার্ড বাতিলের প্রক্রিয়া শুরু হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের তরফে নতুন পোর্টাল খুলে যাদের আধার বাতিল হয়েছে তাঁদের নাম নথিভুক্ত করানোর প্রক্রিয়া শুরু করেন। এরপরই কেন্দ্রে মন্ত্রী ও রাজ্যের বিজেপি সাংসদরা তড়িঘড়ি মাঠে নামেন। তাঁরা দাবি করতে থাকেন প্রযুক্তিগত ভুল থেকে আধার কার্ড বাতিল হয়ে যায় মানুষের। যদিও সাধারণ মানুষের হয়রানি ও কেন্দ্র সরকারের ধোঁয়াশার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয় জয়েন্ট ফোরাম এগেনস্ট এনআরসি অ্যান্ড এএনআর।

বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে কেন্দ্র সরকারের আইনজীবী বোঝানোর চেষ্টা করেন এই মামলা ভিত্তিহীন। কারণ এই প্রক্রিয়া শুধু বিদেশি নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য। মামলাকারী সংগঠনের পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়, যাঁদের আধার বাতিল হয়েছে তাঁদের কারণ স্পষ্ট করেনি কেন্দ্র সরকার। দুপক্ষের শুনানি শেষে কেন্দ্রের হলফনামা দাবি করে কলকাতা হাইকোর্ট।

Related articles

রিপোর্টে ‘জল মেশান’ বঙ্গ বিজেপি নেতৃত্ব! তীব্র কটাক্ষ বনসলের, বৈঠকে ডাক না পেলেও ইডেনে দিলীপ 

বাংলার রিপোর্ট দেখেছি ঝকঝকে হয়। আর কোনও রাজ্যের এত ভাল রিপোর্ট নয়। কিন্তু কাজের সময় দেখেছি সাংগঠনিক রিপোর্টে...

বোলিং ব্যর্থতায় ঘরের মাঠেই আশা শেষ নাইট রাইডার্সের

ডেওয়াল্ড ব্রেভিস(Dewald Brevis) এবং শিবম দুবের ইনিংসটাই যেন সব শেষ করে দিল। ৬০ রানে ৫ উইকেট থেকে নাইট...

ইডেনে কেকেআর বনাম সিএসকে ম্যাচ চলাকালীন বোমা মারার হুমকি!

বোমা মেরে ইডেন(Eden) ওড়ানোর হুমকি। কলকাতা নাইট রাইডার্স(KKR) বনাম চেন্নাই সুপার কিংস(CSK) ম্যাচের আগে হঠাত্ই সিএবের(CAB) ইমেল আইডিতে...

যুদ্ধ পরিস্থিতির আবহে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রুখতে সক্রিয় রাজ্য! নবান্নে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর

দেশজুড়ে সম্ভাব্য যুদ্ধ-যুদ্ধ পরিস্থিতির আবহে রাজ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন নাগালের বাইরে না চলে যায়, তা নিশ্চিত করতে...
Exit mobile version