Thursday, August 21, 2025

আশা ছিল উত্তর মালদহে প্রার্থী হব: কী জানালেন অভিমানী মৌসম

Date:

তাঁর এলাকায় তাঁকে বাদ দিয়ে প্রার্থী করা হয়েছে সদ্য তৃণমূলের (TMC) যোগ দেওয়া অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়। সেই কারণে অভিমানী গণি পরিবারের সদস্য তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির (Mousam Benazir Noor) নূর। তবে, তার জন্য দলবদলের কোনও সম্ভবনা সেই। দলের নির্দেশ মেনে তৃণমূলের প্রার্থীর হয়ে প্রচার করবেন বলে স্পষ্টা বার্তা দিলেন মৌসম। দীর্ঘদিন অন্তরালে থাকার কারণ শারীরিক অসুস্থতা বলেও জানান গণিখানের বোনঝি।

মালদহ উত্তর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল তাঁকে প্রার্থী করবে বলে আশা ছিল মৌসম বেনজির নূরের। বলেন, “আমি মালদহ উত্তরের ২ বারের সাংসদ ছিলাম, জেলা সভানেত্রীও ছিলাম। অবশ্যই আমার প্রত্যাশা ছিল। এর কারণ হল, গত বার আমি বিজেপির কাছে হেরে গিয়েছিলাম। একই পরিবার থেকে আমরা দু’জনে দাঁড়িয়েছিলাম, তাই ভোটটা ভাগাভাগি হয়ে গিয়েছিল। এ বার টিকিট পেলে জিতব বলে আমার ধারণা ছিল। একটা প্রত্যাশাও তৈরি হয়েছিল বিজেপিকে হারানোর জন্য।“

কিন্তু দলীয় শৃঙ্খলা তিনি ভাঙবেন না। সাফ জানিয়ে দিলেন মৌসম। তাঁর কথায়, “নিজের প্রত্যাশা থাকলেও দল যে সিদ্ধান্ত নিয়েছে সেটা মেনেছি এবং সেটা মেনেই চলব।“ একই কথা জানান, তৃণমূল নেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, দলের সিদ্ধান্ত মেনে মালদহ উত্তর ও দক্ষিণের প্রার্থীজের সমর্থনে প্রচার ও ভোটের কাজ করবেন বলে নিজেই জানিয়েছেন তৃণমূল রাজ্যসভার সাংসদ। মৌসমের সঙ্গে দলের কোনও দূরত্ব নেই বলে সাফ জানান চন্দ্রিমা।

তাঁর দলবদলের জল্পনাও উড়িয়ে দেন মৌসম। তাঁর কথায়, এটা একেবারেই ভুয়ো খবর। তৃণমূলের প্রচারে তাঁকে দেখতে না পাওয়ার কারণ হিসেবে মৌসম জানান, “আমি অসুস্থ ছিলাম। ভাইরাল ফিভার হয়েছিল। খুব দুর্বল হয়ে পড়েছিলাম। তাই কলকাতায় ছিলাম। একটা কাজে দিল্লিতেও যেতে হয়েছিল। এখন মালদহে ফিরে এসেছি। আমাদের প্রার্থীর জন্য, দলের জন্য অবশ্যই আমি নামব। আমি আশা করি, এ বার দুটো আসনই তৃণমূল পাবে।“

আরও পড়ুন- ভারতে কি সবাই সুখী! বিশ্বের সবথেকে সুখের দেশ কোনটি, জানেন?

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version