Thursday, August 21, 2025

আজ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে নামছে ভারতীয় দল , প্রতিপক্ষ আফগানিস্তান

Date:

আজ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে নামছে ভারতীয় দল। প্রতিপক্ষ আফগানিস্তান। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে কখনও পৌঁছয়নি ভারত। গ্রুপ ‘এ’-তে ইগর স্টিম্যাচের দল রয়েছে তিন নম্বরে। স্বপ্নপূরণের লক্ষ্যে আজ বৃহস্পতিবার গভীর রাতে নতুন মিশনে নামছে ভারত। সুনীল ছেত্রীদের সামনে আফগানিস্তান। যাদের বিরুদ্ধে গত এক দশকে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে ভারত। এই লড়াইয়ের আগে চিন্তায় রয়েছেন স্টিমাচ। কারণ, প্র্যাকটিসে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন সাহাল আব্দুল সামাদ। সূত্রের খবর, প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে ভারতীয় তারকা। সাহালের চোটের খবরে ক্ষুব্ধ মোহনবাগান। জাতীয় দলে গিয়ে কেন আশিক কুরুনিয়ন, সাহালরা চোটের কবলে পড়েন, তা নিয়ে প্রশ্ন তুলছে সবুজ-মেরুন ম্যানেজমেন্ট।

আফগানদের বিরুদ্ধে তাঁকে খেলানোর ঝুঁকি হয়তো নেবেন না ক্রোয়েশীয় কোচ। আফগানিস্তান তুলনামূলকভাবে কমজোরি দল (কাতার ও কুয়েতের বিরুদ্ধে মোট ১২ গোল হজম) হলেও তাদের হেড কোচ অ্যাশলে ওয়েস্টউড আবার ভারতীয় ফুটবলের চেনা মুখ। বেঙ্গালুরু এফসি, এটিকে, পঞ্জাবে কোচিং করানো ব্রিটিশ কোচ বড় বাধা হতে পারেন সুনীল-গুরপ্রীতদের সামনে।

এশিয়ান কাপে হতাশাজনক পারফরম্যান্সের পর নতুন লড়াই। তার উপর প্রতিকূল পরিবেশে খেলতে হচ্ছে। আভার উচ্চতা এবং তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে পাঁচ দিন আগে এসেছে ভারতীয় দল। কিন্তু সুনীলকে ভাবাচ্ছেন তাঁর প্রাক্তন কোচ। ওয়েস্টউডের প্রশিক্ষণে বেঙ্গালুরুতে অনেক সাফল্য পেয়েছেন সুনীল। এই ভারতীয় দলের প্রায় সকলেই চেনেন ব্রিটিশ কোচ।

এই নিয়ে সুনীল বলছিলেন, ‘‘ওয়েস্টউড কতটা ভাল কোচ সেটা আমরা জানি। ওর কোচিংয়ে একটা দল হিসেবেই খেলবে আফগানিস্তান। ওয়েস্টউডের কাজের ধরন জানি। ওরা আগ্রাসী ফুটবলই খেলবে। তবে আমরা নিজেদের নিয়েই বেশি ভাবছি। সৌদি আরবের এক প্রান্তে রয়েছি আমরা। এশিয়ান কাপে যা হয়েছে সেটা ভুলে ঘুরে দাঁড়াতে হবে। কাজটা সহজ নয়। কিন্তু আমাদের করে দেখাতে হবে।”

স্টিমাচের মুখেও সেই ওয়েস্টউড। সুনীলদের কোচ বলছেন, ‘‘অ্যাশলে আমাদের অধিকাংশ ছেলেকেই ভাল চেনে। এই ম্যাচের জন্য এশিয়ান কাপের পর থেকেই তৈরি হচ্ছে ওরা। আভায় এসে ওরা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে, শিবির করেছে। শুরুর ম্যাচগুলোর থেকে আফগানিস্তান এখন অনেক ভাল দল। কিন্তু আমাদের তিন পয়েন্ট পেতে হবে।’’ আফগান ডিফেন্ডার হারুন আমিরিও বিভিন্ন ভারতীয় ক্লাবে খেলেছেন। রক্ষণে তিনিও হতে পারেন সুনীলদের কাঁটা। ভারতীয় সময় রাত সাড়ে ১২টা থেকে ম্যাচ সরাসরি দেখা যাবে ডিডি স্পোর্টসে।

আরও পড়ুন- হঠাৎ তিন পয়েন্ট মুম্বইকে, ফেডারেশনের সিদ্ধান্তে চাপে মোহনবাগান

 

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version