Friday, December 19, 2025

বহরমপুরে নেমে প্রথম বলেই ছক্কা হাঁকালেন ইউসুফ! মোদিকে ফেললেন বাউন্ডারির বাইরে!

Date:

Share post:

১০ মার্চ ব্রিগেডের জনগর্জন থেকে রাজ্যের ৪২টি লোকসভা আসনের প্রার্থী ঘোষণা করেছিল তৃণমূল। তার মধ্যে সবচেয়ে বড় চমক ছিল প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান। নাম ঘোষণার ১০দিন পর আজ প্রথমবার নির্বাচনী বহরমপুরে পৌঁছান ইউসুফ। তাঁকে স্বাগত জানাতে জনতার ঢল বুঝিয়ে দিচ্ছে এই কেন্দ্রে লম্বা রেসের ঘোড়া হতে চলেছেন মারকুটে এই ব্যাটসম্যান।

বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ কলকাতা থেকে সড়কপথে পাঠান বহরমপুর শহরে এসে পৌঁছন ইউসুফ। শুরুতেই বুঝিয়ে দেন ক্রিকেটের বাইশ গজের মতো রাজনীতির ময়দানেও সাবলীল বরোদার পাঠান ভাই। শহরের টেক্সটাইল কলেজ মোড়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

জেলা নেতৃত্বের সঙ্গে পরিচয় পর্ব সাংবাদিক একের পর এক প্রশ্নবানের সপাটে জবাব দিলেন। বিজেপির “বহিরাগত” তকমা ইউসুফ পাঠানের জবাব, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাতের বাসিন্দা, উনি তো বারাণসী থেকে নির্বাচনে লড়েন। তাহলে আমি কেন বহরমপুর কেন্দ্রে বহিরাগত হব? এটা আমার ঘর, আমি এখানে থাকতে এসেছি। এখানকার মানুষের জন্য অনেক কিছু পরিকল্পনা রয়েছে। এখানকার সিল্ক শিল্প নিয়ে আমার ভাবনা রয়েছে। একটি স্পোর্টস একাডেমি করতে চাই। জয় বাংলা।”

পাঠানের সংযোজন, “আমি শুনেছি সৌরভ গাঙ্গুলি বলেছেন বহরমপুরে আমার সামনের প্রার্থী ব্রেট লি’র মতো। আমি এই খেলা উপভোগ করবো। কারণ, আমি ভাল পিচে, ভাল বোলার-কে খেলতে পছন্দ করি। একজন কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে আমার ম্যাচ আমি বরাবরই উপভোগ করছি। বহরমপুরেও খেলা হবে”। অধীর চৌধুরীর নাম না করে ইউসুফ বলেন, “উনি পাঁচবারের সাংসদ হতে পারেন, তবে এবার এখানে পরিবর্তন হবে।”

এদিন মঞ্চ থেকে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে ইউসুফ বলেন, “যে ভালবাসা আমি খেলোয়াড় হিসেবে পেয়েছি, আশা রাখি এখানেও সেই ভালবাসা পাব। আগে আমি যে ভালবাসা পেয়েছি তা দূর থেকে খেলার মাঠে পেয়েছি। এবার এত কাছাকাছি এই ভালবাসা পেয়ে আমি আপ্লুত।”

এদিনের প্রচারে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী আবু তাহের খান, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর, দলের বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার, বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখোাধ্যায় সহ আরও অনেকে।

আরও পড়ুন- ২৪ ঘণ্টা পার, স্বরূপ বিশ্বাসের বাড়িতে এখনও চলছে আয়কর তল্লাশি

 

spot_img

Related articles

বেটিং-চক্রে বেআইনি লেনদেনের অভিযোগ! মিমি-অঙ্কুশ-সহ একাধিক তারকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডি-র

অবৈধ বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় মিমি চক্রবর্তী (Mimi Chakraboty) ও অঙ্কুশ হাজরার (Ankush Hazra) সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্স...

মহাপ্রভুর অন্তর্ধান রহস্যের উত্তর মিলবে কি! প্রকাশ্যে ‘লহ গৌরাঙ্গের নাম রে’-র ট্রেলার

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় পরিকল্পনা শুরু বছর ছয়েক আগেই, মাঝে বহু বিতর্ক - সমালোচনা, অবশেষে মুক্তি পেল বহু প্রতীক্ষিত সৃজিত মুখোপাধ্যায়ের...

নির্বাচনের আগে ‘পূর্বপরিকল্পিত’ হিংসা ইউনূস সরকারের: দাবি আওয়ামি লীগ প্রাক্তন মন্ত্রীর

দুমাস পরে দেশে নির্বাচন। তার আগে ভয়ঙ্কর হিংসার আগুনে পুড়ছে বাংলাদেশ। এই পরিস্থিতিতে গোটা ঘটনাকে ক্ষমতায় টিকে থাকতে...

বর্ষসেরা মহিলা সাংসদের পুরস্কার দোলা সেনকে, দেশ-রাজ্যবাসীকে ধন্যবাদ আপ্লুত তৃণমূল সাংসদের

সেরা মহিলা সাংসদের সম্মান পেলেন তৃণমূলের (TMC) রাজ্যসভার সাংসদ দোলা সেন (Dola Sen)। প্রতিটি বিভাগে সংসদের উভয় কক্ষ...