Tuesday, December 16, 2025

বহরমপুরে নেমে প্রথম বলেই ছক্কা হাঁকালেন ইউসুফ! মোদিকে ফেললেন বাউন্ডারির বাইরে!

Date:

১০ মার্চ ব্রিগেডের জনগর্জন থেকে রাজ্যের ৪২টি লোকসভা আসনের প্রার্থী ঘোষণা করেছিল তৃণমূল। তার মধ্যে সবচেয়ে বড় চমক ছিল প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান। নাম ঘোষণার ১০দিন পর আজ প্রথমবার নির্বাচনী বহরমপুরে পৌঁছান ইউসুফ। তাঁকে স্বাগত জানাতে জনতার ঢল বুঝিয়ে দিচ্ছে এই কেন্দ্রে লম্বা রেসের ঘোড়া হতে চলেছেন মারকুটে এই ব্যাটসম্যান।

বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ কলকাতা থেকে সড়কপথে পাঠান বহরমপুর শহরে এসে পৌঁছন ইউসুফ। শুরুতেই বুঝিয়ে দেন ক্রিকেটের বাইশ গজের মতো রাজনীতির ময়দানেও সাবলীল বরোদার পাঠান ভাই। শহরের টেক্সটাইল কলেজ মোড়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

জেলা নেতৃত্বের সঙ্গে পরিচয় পর্ব সাংবাদিক একের পর এক প্রশ্নবানের সপাটে জবাব দিলেন। বিজেপির “বহিরাগত” তকমা ইউসুফ পাঠানের জবাব, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাতের বাসিন্দা, উনি তো বারাণসী থেকে নির্বাচনে লড়েন। তাহলে আমি কেন বহরমপুর কেন্দ্রে বহিরাগত হব? এটা আমার ঘর, আমি এখানে থাকতে এসেছি। এখানকার মানুষের জন্য অনেক কিছু পরিকল্পনা রয়েছে। এখানকার সিল্ক শিল্প নিয়ে আমার ভাবনা রয়েছে। একটি স্পোর্টস একাডেমি করতে চাই। জয় বাংলা।”

পাঠানের সংযোজন, “আমি শুনেছি সৌরভ গাঙ্গুলি বলেছেন বহরমপুরে আমার সামনের প্রার্থী ব্রেট লি’র মতো। আমি এই খেলা উপভোগ করবো। কারণ, আমি ভাল পিচে, ভাল বোলার-কে খেলতে পছন্দ করি। একজন কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে আমার ম্যাচ আমি বরাবরই উপভোগ করছি। বহরমপুরেও খেলা হবে”। অধীর চৌধুরীর নাম না করে ইউসুফ বলেন, “উনি পাঁচবারের সাংসদ হতে পারেন, তবে এবার এখানে পরিবর্তন হবে।”

এদিন মঞ্চ থেকে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে ইউসুফ বলেন, “যে ভালবাসা আমি খেলোয়াড় হিসেবে পেয়েছি, আশা রাখি এখানেও সেই ভালবাসা পাব। আগে আমি যে ভালবাসা পেয়েছি তা দূর থেকে খেলার মাঠে পেয়েছি। এবার এত কাছাকাছি এই ভালবাসা পেয়ে আমি আপ্লুত।”

এদিনের প্রচারে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী আবু তাহের খান, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর, দলের বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার, বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখোাধ্যায় সহ আরও অনেকে।

আরও পড়ুন- ২৪ ঘণ্টা পার, স্বরূপ বিশ্বাসের বাড়িতে এখনও চলছে আয়কর তল্লাশি

 

Related articles

মোটা অঙ্কের বাজেট নিয়ে মিনি নিলামে নামছে কেকেআর, দল পেতে পারেন ঈশ্বরণ

মঙ্গলবার আবুধাবিতে ২০২৬ সালের আইপিএলের মিনি নিলাম(IPL Mini Auction)। ৭৭টি জায়গার জন্য নিলামে উঠবেন ৩৫০ ক্রিকেটার। এই ৩৫০...

বাংলা না কি জ্বলছে! গদি মিডিয়ার অপপ্রচারকে ধুয়ে দিলেন সাধু থেকে আমজনতা

বাংলা না কি জ্বলছে! এখানে খুন-জখমের রাজনীতি চলছে! আক্রান্ত হিন্দু! গদি মিডিয়া এই খবর করতে এসেছিল কলকাতায় আর...

রাজ্যের শিক্ষাক্ষেত্রকে কুক্ষিগত করার চেষ্টা! কেন্দ্রের অপচেষ্টার বিরুদ্ধে লোকসভায় সোচ্চার তৃণমূল

পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তের বিরোধী শাসিত রাজ্যগুলিকে বাগে আনতে না পেরে এবার দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো লঙ্ঘন করে...

মতুয়াদের সঙ্গে প্রতারণা! রাজ্যসভায় বিজেপির পর্দাফাঁস সাংসদ মমতাবালা ঠাকুরের

পশ্চিমবঙ্গে বসবাসকারী লক্ষ লক্ষ মতুয়াকে ভুল বুঝিয়ে তাঁদের সঙ্গে প্রতারণা করছে মোদি সরকার ও বিজেপি—এমনই অভিযোগ তুলে সোমবার...
Exit mobile version