এবার কলকাতা হাইকোর্ট নিয়ে বোমা ফাটালেন অবসর প্রাপ্ত মাদ্রাজ ও মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। একটি সাক্ষাৎকারে কলকাতা হাইকোর্ট নিয়ে প্রশ্নের জবাবে বিচারপতি বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক মন্তব্যের করেন।

দেশের সবচেয়ে প্রাচীন হাইকোর্ট নিয়ে তিনি বলেন, এই হাইকোর্টকে বাতিল লোকেদের ‘ডাম্পিং গ্রাউন্ড’ হিসাবে ব্যবহার করা হচ্ছে। অথচ কলকাতা দেশের প্রথম হাইকোর্ট। অনেক ঐতিহ্য তার। কিন্তু কিছু কিছু বিচারপতিদের উত্তর-পূর্বের ছোট ছোট হাইকোর্টে পাঠানো উচিত হলেও করা যাচ্ছে না, তাদের কলকাতায় ঠেলে দেওয়া হচ্ছে। গত কয়েক বছর ধরে কলকাতা হাইকোর্টে কিছু বিচারপতির রায় ও পর্যবেক্ষণ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। কলকাতা হাইকোর্টের অনেক সিনিয়র আইনজীবী কিছু বিচারপতির যোগ্যতা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছে। এইসব বিচারপতিদের ‘আইনের এ বি সি ডি ‘ জ্ঞান নেই বলেও মন্তব্য করতে শোনা গিয়েছে আইনজীবীদের।

এ প্রসঙ্গে বিচারপতি বন্দ্যোপাধ্যায়ের সংযোজন, “কিছু বিচারপতি আলেকালে আদালতে বসেন। তার পরে নিজের রাজ্যে চলে গিয়ে সময় কাটান। অবসরের মুখে হওয়ায় ঢালাও ছুটি হাতে থাকে এঁদের, তাই কাজ নিয়ে বিশেষ ভাবেন না তাঁরা।”
