Thursday, August 21, 2025

ভোটের মুখে প্রকাশ্যে বিজেপির ‘প্রতিহিংসার’ রাজনীতি! সাতসকালে রাজ্যের মন্ত্রীর বাড়িতে হানা ইডির

Date:

লোকসভা নির্বাচনের (Loksabha Election) দিনক্ষণ ঘোষণা হতেই বাংলা-সহ বিজেপি বিরোধী রাজ্যগুলিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা চরমে উঠেছে। বৃহস্পতিবারই বিজেপির (BJP) প্রতিহিংসার কারণে গ্রেফতার করা হয় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Aravind Kejriwal)। বর্তমানে দিল্লির ইডির দফতরে রয়েছেন তিনি। ভোটের দিন ঘোষণার পর কীভাবে একজন মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা যায় সেই প্রশ্ন তুলে মোদি সরকারের সমালোচনায় সরব বিরোধীরা। ইতিমধ্যে দিল্লির বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন আম আদমি পার্টির কর্মী, সমর্থকরা। তবে বাংলায় ক্ষমতায় আসতে না পেরে ফের নির্বাচনের আগে অতিতৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুক্রবার সাতসকালে বোলপুরের (Bolepur) বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার (Chandranath Sinha) বাড়িতে পৌঁছে গেল ইডি। এদিন সকাল ৭টার কিছু সময় পরেই মন্ত্রীর বাড়িতে পৌঁছে যায় ইডি। ইতিমধ্যেই তাঁর বাড়ি ঘিরে জোর তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। যদিও চন্দ্রনাথ এই মুহূর্তে বাড়িতে নেই বলেই খবর। তবে এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী সাফ জানান, “কোনওরকম নোটিশ না দিয়েই হানা দিয়েছে ইডি। আমাকে সকালে ফোন করে বোলপুরে যেতে বলা হয়েছে। আমি সেখানেই যাচ্ছি। এখনই এই বিষয়ে কোনও মন্তব্য করতে পারব না”।

ইডির যুক্তি নিয়োগ মামলার তদন্তেই এই তল্লাশি। যদিও স্থানীয় সূত্রে খবর এই মুহূর্তে নিজের গ্রামের বাড়ি মুরারইতে রয়েছেন চন্দ্রনাথ। বোলপুরের বাড়িতে তাঁর স্ত্রী এবং দুই ছেলে রয়েছেন বলে সূত্রের খবর। শুক্রবার সকালে রাজ্যের একাধিক জায়গায় অভিযানে নেমেছে ইডি। একাধিক দলে বিভক্ত হয়ে কলকাতার বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকেরা। সঙ্গে আছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। তবে এদিন মন্ত্রীর বাড়িতে হানা প্রসঙ্গে তৃণমূলের তরফে সাফ জানানো হয়েছে, নির্বাচন এলেই হানার বনামে প্রহসনের ঘটনা নতুন কিছু নয়। এসব করে লাভের লাভ কিছুই হবে না। মোদি সরকার বুঝতে পেরেছে বাংলার মানুষ তাদের মেনে নেবে না। সেকারণেই মরিয়া হয়ে প্রতিহিংসার রাজনীতি মোদি সরকারের।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version