Thursday, August 21, 2025

তদন্ত নিয়ে প্রশ্ন! ২ দিন পেরলেও স্বরূপের বাড়িতে তল্লাশি আয়কর দফতরের

Date:

Share post:

নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই মোদি সরকারের (Modi Govt) অঙ্গুলিহেলনে ময়দানে নেমে পড়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একেবারে সিআরপিএফ জওয়ানদের (CRPF) সঙ্গে নিয়ে বিগত কয়েকদিন ধরে অতিসক্রিয় ইডি। পাশাপাশি বাংলার নেতা, মন্ত্রীদের উপর মিথ্যা চাপ বাড়াতে নির্বাচনের (Loksabha Election) মুখে শহরে তল্লাশি অভিযান শুরু করেছে আয়কর দফতরও (Income Tax Department)। এদিকে বৃহস্পতিবারই নিজেদের সব সীমা অতিক্রম করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে(Aravind Kejriwal) গ্রেফতার করে চূড়ান্ত রাজনৈতিক প্রতিহিংসার প্রমাণ দিয়েছে কেন্দ্রের মোদি সরকার। তবে শুধু কলকাতা বা দিল্লিই নয় বিরোধী শাসিত রাজ্যগুলির নেতা মন্ত্রীদের স্রেফ হেনস্থার লক্ষ্যে বেছেবেছে নির্বাচনের মুখে গাজোয়ারি শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এদিকে দীর্ঘ ৫১ ঘণ্টা পেরিয়ে গেলেও শুক্রবারও স্বরূপ বিশ্বাসের(Swarup Biswas) কলকাতার বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে আয়কর দফতরের আধিকারিকরা। বুধবার কাকভোর ৬টা থেকে শুরু হয় আয়কর দফতরের এই তল্লাশি অভিযান। কেন্দ্রীয় তদন্তকারীদের অভিযোগ, আয়কর ফাঁকি এবং আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ রয়েছে স্বরূপের বিরুদ্ধে। সেই অভিযোগেই এই তল্লাশি অভিযান। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও কিছুই তথ্যপ্রমাণ সামনে আনতে পারেননি তদন্তকারীরা। তবে কেন্দ্রের এই গাজোয়ারির বিরুদ্ধে সরব বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, প্রতিবছর ভোট আসলেই এই তৎপরতা চোখে পড়ে। এসব তদন্তের নামে প্রহসন ছাড়া কিছুই নয়। নির্বাচনের দিন ঘোষণা হতেই বিরোধীদের হেনস্থা করার রীতি মোদি সরকারের অনেক আগে থেকেই। তবে এসব করে লাভের লাভ কিছুই হবে না। বিজেপির আসল চেহারা মানুষ জানে।

গত বুধবার কলকাতার ৬ জায়গায় হানা দেয় আয়কর দফতর। তালিকায় ছিল স্বরূপ বিশ্বাসের বাড়িরও। পাশাপাশি রানা সরকার নামে শহরের এক নির্মাণ ব্যবসায়ীর বাড়িতেও হানা দেন আইটি আধিকারিকরা।

 

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...