Tuesday, May 20, 2025

শ্রীরামপুর থেকেই দিল্লির জেএনইউ দখলের লড়াইয়ে সামিল দীপ্সিতা

Date:

Share post:

আজ, শুক্রবার দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের(JNU) ছাত্র সংসদের নির্বাচন। নানা কারণে ২০১৯ সালের পর এখানে নির্বাচন হয়নি। তাই ৫ বছর পর নির্বাচনকে ঘিরে উত্তেজনায় টগবগ করছে জেএনইউ ক্যাম্পাস। বর্তমানে এই ছাত্র সংসদ বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের (SFI) দখলে। এবারও ছাত্র সংসদ দখলে রাখতে মরিয়া এসএফআই।

জেএনইউ ছাত্র সংসদের নির্বাচনের দিকে নজর গোটা দেশের। প্রাক্তন কাউন্সিল সদস্য দীপ্সিতা এবার শ্রীরামপুর লোকসভার সিপিএম প্রার্থী, সেইসঙ্গে এসএফআইয়ের সর্বভারতীয় যুগ্ম সম্পাদকও। শুধু তাই নয়, ২০১৩ সাল থেকে দিল্লির এলিট ক্লাস বিশ্ববিদ্যালয়ে লড়াই করে বামেদের প্রতিষ্ঠিত করার অন্যতম কারিগর ওই বাঙালি কন্যা। ফলে শ্রীরামপুর থেকেই দিল্লির জেএনইউ যুদ্ধ পরিচালনা করবেন প্রাক্তনী দীপ্সিতা ধর। তাই শ্রীরামপুর লোকসভার মাটিতেই ‘দিল্লি দখল’ এর ‘ওয়াররুম’ খুলে বসেছেন দীপ্সিতা।

এসএফআই নেত্রীর দাবি, “আদর্শের কারণেই আমরা জেএনইউয়ের শিক্ষার্থীদের প্রথম পছন্দের সংগঠন। ফলে, ওই বিশ্ববিদ্যালয়ের দখল আমাদের সংগঠন তথা জোটের হাতেই থাকবে। ওখানে আমাদের লড়াই বিজেপির ছাত্র সংগঠনের গেরুয়াকরণের বিরুদ্ধে। যে লড়াই এই লোকসভা নির্বাচনে সারা দেশেই লড়তে হচ্ছে। তারপরেই গলার স্বরে ফিরে আসে বিষাদ। বলেন, খুব ভালো লাগত, যদি দিল্লির লড়াইতে থাকতে পারতাম। কিন্তু এখানে আরও বৃহত্তর লড়াই শুরু হয়ে গিয়েছে। তাই পরামর্শ দেওয়ার কাজটুকুই করতে পারছি। কিন্তু মন মানছে না, বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের দিকেই চলে যাচ্ছে বারবার।”

দীপ্সিতা আরও জানিয়েছেন, লড়াইয়ের ময়দানে আছে আরও এক বাঙালি ছাত্রনেতা। উত্তরবঙ্গের শিলিগুড়ির অভিজিৎ ঘোষ। তিনি এবার ছাত্র সংসদের সহ সভাপতি পদের প্রার্থী। আছে দুর্গাপুরের মেয়ে ঐশী ঘোষ তথা ছাত্র সংসদের সদ্য প্রাক্তন সভাপতি। লোকসভার লড়াইয়ের পাশাপাশি পুরোদস্তুর শক্তি নিয়ে নেমে পড়েছে এসএফআইও।

spot_img

Related articles

পাক বিরোধী প্রচারের প্রতিনিধি দলে থাকুন জওয়ানরা, শহিদ-মৃতদের পরিবারও: প্রস্তাব অভিষেকের

পাক বিরোধী প্রচারে বিদেশে পাঠানো প্রতিনিধি দলে থাকুন দেশের অতন্দ্র প্রহরী জওয়ানরা। থাকুন শহিদ ও মৃতদের পরিবারের সদস্যরাও।...

সৌভিক, জ্যোতির্ময়ীদের হাতে উদ্বোধন ক্রীড়া সাংবাদিক ক্লাবের স্পোর্টস মিউজিয়াম

অভিনব উদ্যোগ ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের(CSJC)। শহরের বুকে নয়, এবার জেলাতে স্পোর্টস মিউজিয়াম(Sports Museum)। ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের...

এফডি-তে সুদের হার ফের কমাল এসবিআই!  ক্ষতির মুখে আমানতকারীরা

ফিক্সড ডিপোজিটে (FD) বিনিয়োগকারীদের জন্য বড় ধাক্কা। ফের একবার সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। সর্বশেষ...

সরকারি প্রকল্পে পাঁচ বছরের বেশি সময় ধরে পড়ে থাকা টাকা ফেরত নেওয়ার উদ্যোগ রাজ্যের 

পাঁচ বছর বা তার বেশি সময় ধরে বিভিন্ন সরকারি প্রকল্পের খাতে পড়ে থাকা অব্যবহৃত অর্থ ফেরত নেওয়ার প্রক্রিয়া...