Thursday, December 18, 2025

শ্রীরামপুর থেকেই দিল্লির জেএনইউ দখলের লড়াইয়ে সামিল দীপ্সিতা

Date:

Share post:

আজ, শুক্রবার দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের(JNU) ছাত্র সংসদের নির্বাচন। নানা কারণে ২০১৯ সালের পর এখানে নির্বাচন হয়নি। তাই ৫ বছর পর নির্বাচনকে ঘিরে উত্তেজনায় টগবগ করছে জেএনইউ ক্যাম্পাস। বর্তমানে এই ছাত্র সংসদ বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের (SFI) দখলে। এবারও ছাত্র সংসদ দখলে রাখতে মরিয়া এসএফআই।

জেএনইউ ছাত্র সংসদের নির্বাচনের দিকে নজর গোটা দেশের। প্রাক্তন কাউন্সিল সদস্য দীপ্সিতা এবার শ্রীরামপুর লোকসভার সিপিএম প্রার্থী, সেইসঙ্গে এসএফআইয়ের সর্বভারতীয় যুগ্ম সম্পাদকও। শুধু তাই নয়, ২০১৩ সাল থেকে দিল্লির এলিট ক্লাস বিশ্ববিদ্যালয়ে লড়াই করে বামেদের প্রতিষ্ঠিত করার অন্যতম কারিগর ওই বাঙালি কন্যা। ফলে শ্রীরামপুর থেকেই দিল্লির জেএনইউ যুদ্ধ পরিচালনা করবেন প্রাক্তনী দীপ্সিতা ধর। তাই শ্রীরামপুর লোকসভার মাটিতেই ‘দিল্লি দখল’ এর ‘ওয়াররুম’ খুলে বসেছেন দীপ্সিতা।

এসএফআই নেত্রীর দাবি, “আদর্শের কারণেই আমরা জেএনইউয়ের শিক্ষার্থীদের প্রথম পছন্দের সংগঠন। ফলে, ওই বিশ্ববিদ্যালয়ের দখল আমাদের সংগঠন তথা জোটের হাতেই থাকবে। ওখানে আমাদের লড়াই বিজেপির ছাত্র সংগঠনের গেরুয়াকরণের বিরুদ্ধে। যে লড়াই এই লোকসভা নির্বাচনে সারা দেশেই লড়তে হচ্ছে। তারপরেই গলার স্বরে ফিরে আসে বিষাদ। বলেন, খুব ভালো লাগত, যদি দিল্লির লড়াইতে থাকতে পারতাম। কিন্তু এখানে আরও বৃহত্তর লড়াই শুরু হয়ে গিয়েছে। তাই পরামর্শ দেওয়ার কাজটুকুই করতে পারছি। কিন্তু মন মানছে না, বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের দিকেই চলে যাচ্ছে বারবার।”

দীপ্সিতা আরও জানিয়েছেন, লড়াইয়ের ময়দানে আছে আরও এক বাঙালি ছাত্রনেতা। উত্তরবঙ্গের শিলিগুড়ির অভিজিৎ ঘোষ। তিনি এবার ছাত্র সংসদের সহ সভাপতি পদের প্রার্থী। আছে দুর্গাপুরের মেয়ে ঐশী ঘোষ তথা ছাত্র সংসদের সদ্য প্রাক্তন সভাপতি। লোকসভার লড়াইয়ের পাশাপাশি পুরোদস্তুর শক্তি নিয়ে নেমে পড়েছে এসএফআইও।

spot_img

Related articles

নিউটাউনের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

উত্তর ২৪ পরগনার নিউটাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সন্ধ্যার পর...

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...