Thursday, August 21, 2025

উত্তরে চলবে ভারী বৃষ্টি! কয়েকঘণ্টার মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ‘হাওয়া বদলের’ ইঙ্গিত আলিপুরের

Date:

লাগাতার কয়েকদিন কলকাতা (Kolkata)-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি (Rain) জারি থাকলেও শনিবার থেকেই হাওয়া বদলের ইঙ্গিত দিল আলিপুর (Alipore)। শুক্রবার হাওয়া অফিসের তরফে সাফ জানানো হয়েছে, শনিবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি (Rain)। তবে উত্তরে এখনই থামবে না বর্ষণ বলেই পূর্বাভাস দেওয়া হয়েছে। আলিপুর সূত্রে খবর, নতুন করে পশ্চিম ঝঞ্ঝা প্রবেশ করছে উত্তর-পশ্চিম ভারতে। সেই সঙ্গে একটি ঘূর্ণাবর্তও ঝাড়খণ্ড ও বির্দভের উপর অবস্থান করছে। আর সেকারণেই কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গের (North Bengal) মোট পাঁচটি জেলায় শনিবার থেকে বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে।

 

এদিন হাওয়া অফিসের তরফে সাফ জানানো হয়েছ, দক্ষিণবঙ্গে শুক্রবার বিক্ষিপ্ত বৃষ্টি হলেও শনিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। তবে উপকূলবর্তী জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভবনা রয়েছে। পাশাপাশি এই জেলাগুলিতে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়তে পারে বলে জানিয়েছে আলিপুর। অন্যদিকে, নদিয়া-মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। তবে বর্তমানে শহর কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা নীচে থাকলেও আগামী দিন দুয়েকের মধ্যে তাপমাত্রা ৬ ডিগ্রি পর্যন্ত বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।

শুক্রবার শহরে সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। আগামী ২৪ ঘণ্টায় শহরে তাপমাত্রা ২০ থেকে ২৮ ডিগ্রির মধ্যে থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version