Friday, November 21, 2025

গ্রেফতারির তীব্র নিন্দা: কেজরির স্ত্রীকে ফোন মমতার, নির্বাচন কমিশন বৈঠকে I.N.D.I.A.-য় প্রতিনিধিত্ব TMC-র

Date:

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কাজে লাগিয়ে বিজেপি বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীদের প্রতিহিংসামূলক গ্রেফতারির তীব্র প্রতিবাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অন্যদিকে লোকসভার নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে যাওয়ার পরে ঐতিহাসিকভাবে কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীকে গ্রেফতারির প্রতিবাদে ফের একজোট INDIA জোট শরিকরা। শুক্রবারই জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন তাঁরা। মুখ্যমন্ত্রী তৃণমূলের পক্ষ থেকে এই বৈঠকে প্রতিনিধিত্ব করার জন্য সাংসদ ডেরেক ও ব্রায়েন এবং সাংসদ নাদিমুল হকের নাম ঘোষণা করেন।

বৃহস্পতিবার রাতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির পরে একযোগে প্রতিবাদে সরব হয় বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি। তৃণমূলের পক্ষ থেকে একাধিক প্রতিবাদ বিবৃতি প্রকাশিত হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লেখেন, “দিল্লির সাধারণ মানুষের নির্বাচিত ও বর্তমান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির প্রবল নিন্দা করছি। ব্যক্তিগতভাবে আমি শ্রীমতি সুনিতা কেজরিওয়ালের সঙ্গে যোগাযোগ করেছি এবং আমার অটুট সমর্থন ও পারস্পরিক নির্ভরতার আশ্বাস দিয়েছি। বিরোধী রাজনৈতিক দলের মুখ্যমন্ত্রীদের উদ্দেশ্যমূলকভাবে উদ্দেশ্য করা ও গ্রেফতার করা হচ্ছে যেটা খুবই ভয়ানক যেখানে সিবিআই-ইডির তদন্তে অভিযুক্তদের মুক্তি দিয়ে অনৈতিক কাজের ছাড়পত্র দেওয়া হচ্ছে, বিশেষত তারা যখন বিজেপির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন। এটা গণতন্ত্রের ওপর এক নির্লজ্জ আঘাত।

সেই সঙ্গে এই ঘটনায় INDIA জোটের পক্ষ থেকে শুক্রবারই নির্বাচন কমিশনের দফতরে যাওয়ার কথা জানানো হয়। তিনি লেখেন, “আজ ইন্ডিয়া জোট নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে তীব্রভাবে প্রতিবাদ জানানো হবে নির্বাচনী আচরণবিধি লাগু অবস্থায় বিরোধী দলের নেতাদের ইচ্ছাকৃতভাবে নির্দিষ্ট করে গ্রেফতারির। কমিশনের এই গুরুত্বপূর্ণ বৈঠকে তৃণমূলের প্রতিনিধিত্ব করার জন্য ডেরেক ও ব্রায়েন ও নাদিমুল হককে নিযুক্ত করেছি।”

Related articles

নিম্নচাপের কাঁটা: তাপামাত্রা বৃদ্ধি ও বৃষ্টির সতর্কতা

বঙ্গোপসাগরে একের পর এক ঘূর্ণাবর্ত এবার জাঁকিয়ে শীতের প্রবেশে সবথেকে বড় বাধা। পশ্চিমের ঠাণ্ডা বাতাস, বঙ্গোপসাগরের (Bay of...

কাজে গাফিলতি! বেলেঘাটার ৭ বিএলও-কে শোকজ কমিশনের

এস আই আর সংক্রান্ত তথ্য ডিজিটাইজেশনের কাজে মারাত্মক গাফিলতি ধরা পড়ায় কলকাতা উত্তরের বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের সাত জন...

কলকাতা মেট্রোয় ফের বিপত্তি: আত্মহত্যার চেষ্টা নেতাজি ভবন স্টেশনে

ভরদুপুরে ফের বিপত্তি কলকাতা মেট্রোয়। বৃহস্পতিবার দুপুর প্রায় তিনটে নাগাদ নেতাজি ভবন মেট্রো স্টেশনে এক ব্যক্তি চলন্ত ট্রেনের...

‘ঝরা শৈশব’: আকাশবাণীর ‘শিশুশ্রী’ অ্যাওয়ার্ডে সম্মানিত এফএম রেনবো-এফএম গোল্ডের অডিও ডকু

পশ্চিমবঙ্গ সরকারের 'শিশুশ্রী' মিডিয়া অ্যাওয়ার্ডে সম্মানিত হল শিশুর (Child) অধিকার রক্ষা নিয়ে আকাশবাণী এফএম বাংলা বিভাগ অর্থাৎ এফএম...
Exit mobile version