Thursday, August 21, 2025

দিমিত্রিয়সকে না পেয়ে ফরাসি মিডফিল্ডারকে প্রস্তাব ইস্টবেঙ্গলের: সূত্র

Date:

চলতি মরশুমে সুপার কাপে সফল হলেও, আইএসএলে ব্যর্থ ইস্টবেঙ্গল এফসি। আর এরই মধ্যে আগামী মরশুমের জন্য দল গোছাতে শুরু করে দিল লাল-হলুদ। সূত্রের খবর, দিমিত্রিয়সকে নিতে চেয়েও পায়নি ইস্টবেঙ্গল। আর তাঁর জায়গায় পঞ্জাব এফসি-র ফুটবলার মাদিয়া তালালকে সই করাতে মরিয়া লাল-হলুদ। জানা যাচ্ছে, ইতিমধ্যেই মহামেডান থেকে ডেভিড ও চেন্নাইয়েন থেকে শমীক মিত্রকে সই করিয়েছে লাল-হলুদ এমনটাই সূত্রের খবর। তবে এবার উঠে আসছে এক বিদেশির নাম।

সূত্রের খবর, ফরাসি ফুটবলার মাদিয়া তালালকে পেতে ঝাঁপিয়েছে লাল-হলুদ। তবে লাল-হলুদের সঙ্গে লড়াইয়ে রয়েছে মুম্বই সিটি এফসিও। পঞ্জাব এফসি-র এই ফুটবলার এবারে দারুণ ছন্দে আছেন। ২৬ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার ১৯ ম্যাচে চারটি গোল করেছেন। এই মরশুমে এফসি গোয়ার বিরুদ্ধে তাঁর দুই অ্যাসিস্ট জিততে সাহায্য করেছিল পঞ্জাবকে। গোল করেছেন মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধেও। পাশাপাশি রয়েছে আটটি অ্যাসিস্ট। এরিয়াল ডুয়েলেও বেশ ভাল এই ফুটবলার। তাঁর দক্ষতা মুগ্ধ করেছে আইএসএল-এর বিভিন্ন ক্লাবের কোচদের। এর আগে গ্রিক ক্লাব কিফসিয়াস এফসি-র হয়ে খেলতেন মাদিয়া। ২১ ম্যাচে পাঁচ গোল ছিল তাঁর। সেখান থেকেই আসেন পঞ্জাব এফসি-তে। সুপার সিক্সের লড়াইয়ে এখনও প্রবলভাবে টিকে রয়েছে পঞ্জাব। সাত নম্বরে থাকা এই দলের পয়েন্ট ২১।

এদিকে ভাল মানের ভারতীয় ফুটবলার ছাড়া যে আইএসএল-এ ভাল কিছু করা সম্ভব নয়, তা ভালভাবেই জানেন ইস্টবেঙ্গল কর্তারা। তাই বীনিথ রাই, সুরেশকেও প্রস্তাব দিয়ে রেখেছে লাল-হলুদ। পাশাপাশি এক ঝাঁক ফুটবলারকে সই করাতে তাদের ব্যাপারে খোঁজও নিচ্ছেন তাঁরা। সেই তালিকায় দীপক টাংরি, অ্যালেক্স সাজি, রাহুল ভেকে, জিতেন্দ্র সিং, মাকেন ছোটে, হরমিপাম, জগদীপ যেমন রয়েছেন, তেমনই আঁচেন রয় কৃষ্ণা, জুয়ান মেরারা। জুয়ান এর আগেও ইস্টবেঙ্গলের হয়ে খেলেছেন। তাঁকে ফের সই করিয়ে মিডফিল্ড আরও শক্তিশালী করতে চাইছে লাল-হলুদ।

আরও পড়ুন- বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে গোলশূন্য ড্র টিম ইন্ডিয়ার

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version