Thursday, August 21, 2025

গতকাল রাতে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে ভারতীয় দল। এই ড্র-এর ফলে আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ‌্যতা অর্জন পর্বের প্রথম দ্বৈরথে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল সুনীল ছেত্রীদের। আর এই ড্র-এর ফলে তিন ম‌্যাচে চার পয়েন্ট নিয়ে দু’য়ে উঠে এল ভারত। ম্যাচে অনেক সুযোগ তৈরি করেও গোলের দরজা খুলতে পারেনি সুনীল ছেত্রীরা। আর দলের এমন পারফরম্যান্সে হতাশ দলের কোচ ইগর স্টিম্যাচ। স্টিম্যাচের মতে দলের খেলায় আরও উন্নতি দরকার।

এই নিয়ে ম্যাচ শেষে স্টিম্যাচ বলেন, “ ম্যাচটি নিঃসন্দেহে আকর্ষণীয় ছিল। তবে আমি ফলাফল নিয়ে হতাশ হয়েছি। কারণ আমরা তিন থেকে চারটি সত্যিই ভালো সুযোগ তৈরি করেছিলাম। তবে সেই সুযোগগুলিকে কাজে লাগাতে পারিনি। যে সমস্যাটি বহু বছর ধরেই আমাদের ভোগাচ্ছে। এটি আমাদের ফুটবলের একটি পরিচিত সমস্যা হয়ে উঠেছে।“

এরপর তিনি আরো বলেন, “ আমরা যে সুযোগ তৈরি করেছিলাম, সেখান থেকে আমরা ম্যাচটি জেতার মতো জায়গায় ছিলাম। আমরা সামনের সারিতে থাকা সমস্ত খেলোয়াড়দের নিয়েই চেষ্টা করেছি, কিন্তু কোনও কাজ হয়নি। আক্রমণাত্মক পরিকল্পনা ছিল। তবে আমরা এই ম্যাচে সাধারণ জিনিসগুলিকে জটিল করে তুলছি। স্বভাবতই, এমন কয়েকটি জিনিস রয়েছে, যেখানে আমাদের উন্নতি করতে হবে। এই পারফরম্যান্সে আমি খুশি নই। ডিফেন্ডাররা ভালো করেছে। কিন্তু কোনও লাভ হয়নি। আমাদের পাসিংয়ে আরও উন্নতি করতে হবে, বেশি করে সুযোগ তৈরি করতে হবে এবং বক্সে আক্রমণ করতে হবে, যখন ফ্ল্যাঙ্ক থেকে ক্রস আসছে।”

আরও পড়ুন- ধ.র্ষণকাণ্ডে ৯ বছরের জেল ব্রাজিলের প্রাক্তন ফুটবলার রোবিনহোর

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version