Wednesday, August 20, 2025

ক্ষমার অযোগ্য! হাইকোর্টে জোর করে বিজেপির সভায় ভর্ৎসনা প্রধান বিচারপতির

Date:

কলকাতা হাইকোর্টের কর্মীদের হুমকি দিয়ে জোর করে কোর্টরুম খোলানো, এবং তারপরে রাজনৈতিক দলের মিটিং বসানোর মতো ‘ন্যক্কারজনক’ ঘটনায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের (TS Sivagnanam) তীব্র ভর্ৎসনার মুখে বিজেপি সমর্থক আইনজীবীরা। এজলাসেই কড়া ভাষায় নিন্দা করার পাশাপাশি সন্ধ্যা ৬টায় সব কোর্টরুম বন্ধ করার নির্দেশও দেন। বুধবার হাইকোর্টে দলীয় মিটিং করার দাবিতে তাণ্ডব চালায় বার অ্যাসোসিয়েশনের (Bar Association) সহ সম্পাদক ফাল্গুনি বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একদল আইনজীবী।

প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম বলেন, এটা মেনে নেওয়া যায় না। কোর্টরুমে অনেক গুরুত্বপূর্ণ নথি থাকে। বার অ্যাসোসিয়েশনের একজন সদস্য কীভাবে একজন কর্মীকে হুমকি দেয়? তারা আদালত খোলে এবং মিটিং সেখানেই হয়। প্রধান বিচারপতির অভিযোগ, প্রায় ৪০ জনের একটি দল হুমকি দেয় আদালতের কর্মীদের। কর্মীরা যেভাবে ভয়ের শিকার হয়েছেন তা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। এরপরই তিনি নির্দেশ দেন, “আপনাদের মিটিং অন্যত্র করুন”।

কলকাতা হাইকোর্টের কর্মীদের ওপর প্রধান বিচারপতি স্বয়ং কতটা নির্ভরশীল তাও প্রকাশ করেন বিচারপতি টিএস শিবজ্ঞানম। বার অ্যাসোসিয়েশনের প্রতি তীব্র ভর্ৎসনার সুরে তিনি বলেন, “এটা ক্ষমার অযোগ্য (unpardonable)। কর্মীদের কীভাবে হুমকি দিতে পারেন? ওঁরা যদি নিরাপত্তার অভাব বোধ করেন আমরা কোথায় যাব? বিভিন্ন সময়ে বন্ধ রাখতে হবে আদালত।” বুধবারের ঘটনায় হাইকোর্টে তাণ্ডব চালানো বার অ্যাসোসিয়েশনের সহ সম্পাদককেও ভর্ৎসনা করেন প্রধান বিচারপতি।

Related articles

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...

বাঁকুড়ার ডেকরেটার্স মালিক খুন মামলায় দোষী সাব্যস্ত! কর্মী-সহ ৩ জনের যাবজ্জীবন

ডেকরেটার্স মালিক খুনের চার বছর পর রায় দিল বাঁকুড়া জেলা আদালত। যাবজ্জীবন কারাদণ্ড হল এক কর্মী-সহ তিন অভিযুক্তের।...

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...
Exit mobile version