Wednesday, August 20, 2025

চতুর্থ তালিকাতেও ব্রাত্য বাংলা, ২৩ আসনে প্রার্থী পাচ্ছে না বিজেপি!

Date:

ভোট (election)নিয়ে বড় বড় কথা বলে শেষমেশ তালিকা প্রকাশ করতে দূরবীন দিয়ে প্রার্থী খুঁজতে হচ্ছে পদ্মশিবিরকে। অষ্টাদশ লোকসভা নির্বাচনের (Loksabha election)চতুর্থ প্রার্থীতালিকা প্রকাশ করল বিজেপি (BJP),কিন্তু সেখানে নাম নেই বাংলার। উলটে প্রার্থী খুঁজতে নাকি জরুরি তলবে শুভেন্দু- সুকান্তকে (Shubhendu Adhikari- Sukanta Bhattacharya)দিল্লি ডেকে পাঠিয়েছে হাইকম্যান্ড।

গত ২ মার্চ বিজেপির প্রথম প্রার্থীতালিকা ঘোষিত হয়। সেখানে ১৯৫ জন প্রার্থীর মধ্যে রাজ্যের ২০ জন ঠাঁই পেয়েছিলেন। কিন্তু পরের তিন দফায় বাংলায় বাকি আসনগুলির নাম নেই। চতুর্থ তালিকায় তামিলনাড়ুর ১৪ এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির একমাত্র লোকসভা আসনের প্রার্থীর নাম রয়েছে। তামিলনাড়ুতে বিজেপির টিকিটে লড়ছেন চিত্রতারকা শরথকুমারের স্ত্রী রাধিকা। পুদুচেরিতে শাসকদল এনআর কংগ্রেসের সঙ্গে জোটে রয়েছে বিজেপি। সেখানে একটি আসনে গেরুয়া দল প্রার্থী করেছে প্রাক্তন কংগ্রেস নেতা তথা জোট সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এ নমশিবায়নকে। কিন্তু বাংলার তালিকা কোথায়? দার্জিলিং, তমলুক, ডায়মন্ড হারবার, উত্তর কলকাতার মতো গুরুত্বপূর্ণ আসনে এখনও প্রার্থীর নামই ঘোষণা করতে পারেনি বিজেপি। টিকিট পাননি দিলীপ ঘোষের মতো দাপুটে নেতা। রাজ্যে যে বিজেপির কোনও সংগঠনই নেই তা বাংলার মানুষের কাছে বেশ পরিস্কার হয়ে গেছে। মুখে যতই গ্যারান্টির কথা বলুক না কেন পদ্ম শিবির আসলে ‘জুমলা’ সরকার, তাই ৪২ আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে হিমসিম খাচ্ছে ভারতীয় জনতা পার্টি।

Related articles

বিজেপির RSS নীতির পাল্টা সংবিধান: উপরাষ্ট্রপতি পদপ্রার্থীকে সমর্থন সব বিরোধী দলের

সংসদে সংবিধানের সংশোধনের নামে সংবিধান হত্যার খেলায়ে মেতেছে কেন্দ্রের স্বৈরাচারী মোদি সরকার। তার পাল্টা সংবিধান রক্ষার লড়াই বিরোধী...

আদালতে প্রমাণ করুন: আরজিকরের মৃত চিকিৎসকের বাবার বিরুদ্ধে মানহানি মমলা কুণালের

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জড়িয়ে রাজ্যের শাসকদল, দলের নেতাদের প্রতি কুরুচিকর মন্তব্য। মেয়ের মৃত্যু নিয়ে রাজনৈতিক ছাতার নিচে এসে...

কাপুরুষের মতো বিল পেশ স্বরাষ্ট্রমন্ত্রীর: চ্যালেঞ্জ ছুড়ে গর্জে উঠলেন অভিষেক

কাপুরুষের মতো মার্শাল দিয়ে ঘিরে বিল পেশ করতে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বুধবার, সংবিধান সংশোধনী বিল পেশের...

মহারাষ্ট্রে বাংলা বলতেই তাড়া! পালিয়ে বাঁচলেন বিষ্ণুপুরের জহিরউদ্দিন, ফেরাতে উদ্যোগী অভিষেক

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে ভয়ঙ্কর অত্যাচারের মুখে পড়তে হচ্ছে বাংলা শ্রমিকদের। নাগপুরে দক্ষিণ ২৪ পরগনার এক পরিযায়ী...
Exit mobile version