Friday, November 14, 2025

আপাতত স্থগিত হয়ে গেল আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের পার্সোনালিটি টেস্ট

Date:

আপাতত স্থগিত হয়ে গেল আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের পার্সোনালিটি টেস্ট। ২ এপ্রিল এই টেস্ট হওয়ার কথা ছিল। কিন্তু স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, ওই দিন টেস্ট হচ্ছে না। কবে হবে তাও কিছু জানায়নি কমিশন। বিজ্ঞপ্তি দিয়ে এ খবর জানিয়েছে কমিশন।লোকসভা ভোট ঘোষণা হওয়ায় আদর্শ আচারণবিধি জারি হয়েছে দেশ জুড়ে। এই অবস্থায় আপার প্রাইমারিতে টেস্ট নেওয়া যাবে কিনা নিয়ে ধোঁয়াশায় স্কুল সার্ভিস কমিশন। সে কারণেই স্থগিত করে দেওয়া হয়েছে টেস্ট।

আপার প্রাইমারিতে (কর্মশিক্ষা ও শরীরশিক্ষা ছাড়া) ২০১৬-র প্যারা টিচারদের সংরক্ষিত ১০ শতাংশ আসনের পার্সোনালিটি টেস্ট বাতিল করা হয়েছে। নোটিশ দিয়ে এ খবর জানিয়েছে, স্কুল সার্ভিস কমিশন। এই পরীক্ষা কবে হবে তা পরে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে বলে কমিশন জানিয়েছে।

পার্শ্ব-শিক্ষকদের জন্য সংরক্ষিত আসনে যে যে প্রার্থী সফল হয়েছেন, তাঁদের জন্য পার্সোনালিটি টেস্ট নেওয়ার কথা ছিল স্কুল সার্ভিস কমিশনের। সেইমতো আগে বিজ্ঞপ্তি দেওয়াও হয়েছিল। এর জন্য ২৭ মার্চ থেকে প্রার্থীরা স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন বলেও জানানো হয়। কিন্তু, আপাতত সেই পার্সোনালিটি টেস্ট বাতিল করা হয়েছে। ভোটের কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে কমিশন।

ধোঁয়াশা কাটাতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। কমিশনের কাছ থেকে যদি সদর্থক জবাব আসে তবে টেস্ট নেওয়া হবে। এগোবে নিয়োগ প্রক্রিয়া। না হলে ভোট শেষ না হওয়া অবধি অপেক্ষায় থাকতে হবে চাকরি প্রার্থীদের।

 

Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...
Exit mobile version