Sunday, May 4, 2025

আরসিবির বিরুদ্ধে একাই ৪ উইকেট, ম্যাচ শেষে মুস্তাফিজুরের প্রশংসায় চেন্নাই অধিনায়ক

Date:

গতকাল আইপিএল -এর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে ৬ উইকেটে জেতে চেন্নাই সুপার কিংস। সৌজন্যে মুস্তাফিজুর রহমান। চার ওভারে মাত্র ২৯ রান দিয়ে নেন চার চারটে উইকেট। একাই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর টপ ও মিডল অর্ডার গুঁড়িয়ে চেন্নাইকে ম্যাচ জিতিয়েছেন মুস্তাফিজুর।

শুক্রবার শুরুতে ব্যাট করতে নেমে দুরন্ত ছন্দে ছিলেন ফ্যাফ ডুপ্লেসি । প্রথম কিছু ওভারে বেধড়ক মারতে থাকেন তিনি। সেই সময়ই মুস্তাফিজুরকে বল করতে ডাকেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ। প্রথম ওভারেই দুই উইকেট। এখান থেকেই উইকেট হারাতে থাকে আরসিবি। তবে মুস্তাফিজুরের বোলিংই লড়াইয়ে ফেরায় ধোনিদের। ফলে ম্যাচের সেরাও হন বাংলাদেশি ফাস্ট বোলার।

 

মুস্তাফিজুরের বলে আউট হয়েছেন ডপ্লেসি, বিরাট কোহলি, ক্যামেরুন গ্রিনদের মতো তারকারা। তাঁর বোলিং দক্ষতায় ম্যাচের নিয়ন্ত্রণ চলে আসে সিএসকে-র হাতে। উদ্বোধনী ম্যাচে এমন পারফরম্যান্স করে ১২০ ফ্যান্টাসি পয়েন্ট পান বাংলাদেশি পেসার। তাতে ফ্যানটাসি প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার হাতে ওঠে। আর ৪ ওভারে ২৯ রান দিয়ে ৪ উইকেট নেওয়ায় ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতে নেন মুস্তাফিজ। ফলে মোট দুই লক্ষ টাকা জিতেছেন তিনি।

মুস্তাফিজুরের প্রশংসা করেন চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। ম্যাচের শেষে তিনি বলেন, ‘প্রথম ২-৩ ওভার এলোমেলো হলেও পরে খেলা আমাদের নিয়ন্ত্রণে চলে আসে। বিশেষ করে মুস্তাফিজু্রে ওভার থেকে আমরা দারুণভাবে ঘুরে দাঁড়াতে পেরেছি। সত্যি বলতে ওটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। ম্যাক্সওয়েল ফ্যাফ ডু প্লেসি আউট হওয়াতে আমরা স্বস্তি পাই। পরের পাঁচ-ছয় ওভার আমরা পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পেরেছি।’

আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৩ রান করে বেঙ্গালুরু। জবাবে মাত্র ১৮.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় চেন্নাই। রুতুরাজ ক্যাপ্টেন হিসেবে প্রথম ম্যাচেই জয় পেলেন। পাশাপাশি মুস্তাফিজুর ফের একবার নিজেকে প্রমাণ করলেন।

আরও পড়ুন- দীর্ঘ ১৫ মাস পর মাঠে নেমে আবেগে ভাসলেন পন্থ, জানালেন মনের কথা

Related articles

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...
Exit mobile version