আলিপুরে ব্যবসায়ীর বাড়িতে CBI , সকাল থেকে চলছে তল্লাশি

কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়ে সাতসকালে আলিপুরের (Alipore ) এক ব্যবসায়ীর বাড়িতে সিবিআই (CBI ) আধিকারিকরা। সূত্রের খবর আলিপুরের রত্নাবলী অ্যাপার্টমেন্টে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। দিল্লির গুরুত্বপূর্ণ একটি মামলার প্রেক্ষিতে এই অভিযান বলে জানা যাচ্ছে। যে ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে তিনি মহুয়া মৈত্রর বাবা (Father of Mahua Moitra)। ক্যাশ ফর কোয়েশ্চেন কাণ্ডে মহুয়ার সাংসদ পদ আগেই খারিজ করা হয়েছে। সেই সম্পর্কিত মামলার জন্য এই তল্লাশি কিনা সেটা এখনও স্পষ্ট নয়।

শনিবার সকাল সাতটা নাগাদ ব্যবসায়িক ডিএল মৈত্রের ( মহুয়া মৈত্রের বাবা) বাড়িতে পৌঁছে যায় কেন্দ্রীয় এজেন্সি। সেন্ট্রাল ফোর্সের ঘেরাটোপে তল্লাশির পাশাপাশি চলছে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। মহুয়া মৈত্র এবং তার বাবা এই মুহূর্তে আলিপুরের বাড়িতে নেই। তবে মহুয়ার মাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা যাচ্ছে।