Tuesday, November 4, 2025

টানা ১৪ ঘণ্টা ধরে তল্লাশি! অবশেষে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে বেরোলেন ইডি আধিকারিকরা

Date:

লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই বাংলা-সহ বিজেপি বিরোধী রাজ্যগুলিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা চরমে উঠেছে। শুক্রবার সাতসকালে বোলপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে পৌঁছে যায় ইডি। এদিন সকাল ৭টার কিছু সময় পরেই মন্ত্রীর বাড়িতে পৌঁছে যায় ইডি। এরপর টানা ১৪ ঘণ্টা ধরে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোলপুরের বাড়িতে তল্লাশি চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এদিন রাত ১০টা ৪০ নাগাদ তাঁর বাড়ি থেকে বেরন ইডি আধিকারিকরা।

ইডির যুক্তি নিয়োগ মামলার তদন্তেই এই তল্লাশি। সেসময় মন্ত্রী এই বাড়িতে ছিলেন না। তিনি ছিলেন মুরারইয়ে, গ্রামের বাড়িতে। ইডি হানার খবর পেয়ে দুপুর প্রায় ২টো নাগাদ বোলপুর এসে পৌঁছন। এরপর টানা ১৪ ঘন্টা জিজ্ঞাসাবাদ করে ইডি আধিকারিকরা। মন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসবাদ করার পাশাপাশি ইডি আধিকারিকরা এদিন একাধিক নথিপত্র পরীক্ষা করে কিছু কিছু বাজেয়াপ্তও করেছেন বলে খবর।

প্রসঙ্গত, লোকসভা ভোটের আগে ফের রাজ্যজুড়ে সক্রিয়তা বাড়াচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি।সেই সূত্র ধরেই শুক্রবার সকালে রাজ্যের একাধিক জায়গায় অভিযানে নামে ইডি। একাধিক দলে বিভক্ত হয়ে কলকাতার বিভিন্ন জায়গায় পৌঁছে যান ইডি আধিকারিকেরা। যদিও এদিন মন্ত্রীর বাড়িতে হানা প্রসঙ্গে তৃণমূলের তরফে সাফ জানানো হয়েছে, নির্বাচন এলেই হানার বনামে প্রহসনের ঘটনা নতুন কিছু নয়। এসব করে লাভের লাভ কিছুই হবে না। মোদি সরকার বুঝতে পেরেছে বাংলার মানুষ তাদের মেনে নেবে না। সেকারণেই মরিয়া হয়ে প্রতিহিংসার রাজনীতি মোদি সরকারের।

আরও পড়ুন- আমাকে গ্রেফতার করিয়ে ডায়মন্ড হারবারে দাঁড়ান: ‘গুরুজন’ অভিজিৎকে চ্যালেঞ্জ অভিষেকের

Related articles

পালানোর চেষ্টায় অভিযুক্তদের পায়ে গুলি! কোয়েম্বাটুরে কলেজ ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩

কোয়েম্বাটুর(Coimbatore) বিমানবন্দরের কাছে এক কলেজ ছাত্রীকে গণধর্ষণ(Gang Rape) করার অভিযোগের ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন জনকে।  গ্রেফতর প্রক্রিয়া...

অনুষ্ঠানে যাওয়ার পথেই হরিয়ানায় নৃশংসভাবে খুন প্রাক্তন ক্রিকেটার ও কোচ

হরিয়ানার প্রকাশ্য রাস্তায় নৃশংস ভাবে প্রাক্তন ক্রিকেটার ও কোচ(Haryana cricket coach )রামকরণকে (Ramkaran) গুলি করে খুনের অভিযোগ উঠেছে...

হালকা কুয়াশার সঙ্গে নামছে পারদ, দক্ষিণবঙ্গে শীতের আগমনী বার্তা, রইল আবহাওয়ার আপডেট

পুজোর মরশুম শেষের শীতের(Winter)  আগমনী বার্তা বাংলা জুড়ে। নভেম্বরের শুরু থেকেই হালকা শীত পড়তে শুরু করেছে। সকাল  এবং...

ভয়ঙ্কর! হাত-পা ভেঙে বালি-আঠা দিয়ে নাক বন্ধ করে যোগীরাজ্যে নাবালিকা ধর্ষণ-খুন

বিজেপি(BJP) শাসিত ধর্ষকদের কার্যত স্বর্গরাজ্যে পরিণত হয়েছে উত্তরপ্রদেশ(Uttarpradesh)! শিঁকেয় উঠেছে যোগীরাজ্যে নারী সুরক্ষা। উত্তরপ্রদেশের বাহরাইচে দিন দুয়েক আগে...
Exit mobile version