Friday, August 29, 2025

জোট জটের মধ্যেই দ্বিতীয় দফায় ৪ আসনে প্রার্থী ঘোষণা বামেদের, মুর্শিদাবাদে মহম্মদ সেলিম

Date:

জোট জটের মধ্যেই আসন্ন লোকসভা ভোটের (Loksbha Election) জন্য দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট (Left Front)। তবে এই পর্বে মাত্র চারজনের নাম ঘোষণা করেছেন ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। যার মধ্যে সবচেয়ে উল্লেযোগ্য সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের নাম। তিনি এবার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে লড়বেন। রানাঘাটে বামেদের প্রার্থী অলোকেশ দাস, বোলপুরে শ্যামলী প্রধান এবং বর্ধমান-দুর্গাপুরে বাম প্রার্থী সুকৃতি ঘোষাল।

মহম্মদ সেলিম ও অলোকেশ দাস আগেও সাংসদ ছিলেন। তবে শ্যামলী প্রধান ও সুকৃতি ঘোষাল এবারই প্রথম লোকসভা ভোটের ময়দানে। তবে শ্যামলী প্রধান নানুরের প্রাক্তন বিধায়ক। এর আগে ১৭টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বামেরা। সবমিলিয়ে আপাতত ২১টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করল বামফ্রন্ট। ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন, ধাপে ধাপে বাকি আসনগুলির প্রার্থীদের নামও ঘোষণা করা হবে। ফ্রন্টের মধ্যে বাকি কেন্দ্রের নামগুলি নিয়ে আলোচনা চলছে, সহমতে এলেই সেগুলি জানিয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, বামেরা জোট-সমঝোতার কথা নজরে রেখেই গত সপ্তাহে একদফায় প্রার্থীতালিকা ঘোষণা করে। জোটসঙ্গী আইএসএফ তারপরই ৮টি আসনে প্রার্থী ঘোষণা করে। যার মধ্যে বেশ কয়েকটি কেন্দ্রে বামেদের প্রার্থীও রয়েছে। সম্প্রতি ৮টি আসনে প্রার্থী ঘোষণা করে আরেক জোটসঙ্গী কংগ্রেস। তবে বামেরা প্রথম দফায় যে ১৭টি আসনে প্রার্থী দিয়েছে, সেগুলি বাদ রেখেই প্রার্থীতালিকা প্রকাশ করে কংগ্রেস।

 

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version