Sunday, November 9, 2025

জোট জটের মধ্যেই দ্বিতীয় দফায় ৪ আসনে প্রার্থী ঘোষণা বামেদের, মুর্শিদাবাদে মহম্মদ সেলিম

Date:

জোট জটের মধ্যেই আসন্ন লোকসভা ভোটের (Loksbha Election) জন্য দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট (Left Front)। তবে এই পর্বে মাত্র চারজনের নাম ঘোষণা করেছেন ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। যার মধ্যে সবচেয়ে উল্লেযোগ্য সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের নাম। তিনি এবার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে লড়বেন। রানাঘাটে বামেদের প্রার্থী অলোকেশ দাস, বোলপুরে শ্যামলী প্রধান এবং বর্ধমান-দুর্গাপুরে বাম প্রার্থী সুকৃতি ঘোষাল।

মহম্মদ সেলিম ও অলোকেশ দাস আগেও সাংসদ ছিলেন। তবে শ্যামলী প্রধান ও সুকৃতি ঘোষাল এবারই প্রথম লোকসভা ভোটের ময়দানে। তবে শ্যামলী প্রধান নানুরের প্রাক্তন বিধায়ক। এর আগে ১৭টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বামেরা। সবমিলিয়ে আপাতত ২১টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করল বামফ্রন্ট। ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন, ধাপে ধাপে বাকি আসনগুলির প্রার্থীদের নামও ঘোষণা করা হবে। ফ্রন্টের মধ্যে বাকি কেন্দ্রের নামগুলি নিয়ে আলোচনা চলছে, সহমতে এলেই সেগুলি জানিয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, বামেরা জোট-সমঝোতার কথা নজরে রেখেই গত সপ্তাহে একদফায় প্রার্থীতালিকা ঘোষণা করে। জোটসঙ্গী আইএসএফ তারপরই ৮টি আসনে প্রার্থী ঘোষণা করে। যার মধ্যে বেশ কয়েকটি কেন্দ্রে বামেদের প্রার্থীও রয়েছে। সম্প্রতি ৮টি আসনে প্রার্থী ঘোষণা করে আরেক জোটসঙ্গী কংগ্রেস। তবে বামেরা প্রথম দফায় যে ১৭টি আসনে প্রার্থী দিয়েছে, সেগুলি বাদ রেখেই প্রার্থীতালিকা প্রকাশ করে কংগ্রেস।

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version