Friday, August 22, 2025

সাত সকালে নিউটাউনে ট্রলিবন্দি মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। মৃতের পরিচয় ও মৃত্যু রহস্যভেদ করতে স্থানীয় সিসিটিভি ও নাকা চেকিংয়ে জোর দেওয়া হয়। পুলিশি তদন্তে শেষ পর্যন্ত এক ব্যাঙ্ককর্মীকে আটক করে পুলিশ। জানা গিয়েছে মৃত প্রৌঢ় ওড়িশার বাসিন্দা ছিলেন। প্রাথমিক তদন্তে অনুমান, তাঁকে খুন করা হয়েছিল। কী কারণে খুন সেই তদন্তে টেকনোসিটি থানার পুলিশ।

পুলিশি তদন্তে জানা গিয়েছে মৃত প্রৌঢ়ের নাম সুবোধ সরকার। ওড়িশার বাসিন্দা সুবোধ কয়েকমাস আগে বেলঘরিয়ার একটি বাড়িতে ভাড়া থাকতে শুরু করেন। সেখানে তাঁর সঙ্গে থাকতেন তাঁর এক পাতানো নাতনি। তাঁর ভাড়াবাড়ির সন্ধান পেতেই ডেকে পাঠানো হয় বেসরকারি সংস্থার কর্মী ওই মহিলাকে। তিনি জানান, শুক্রবার দুপুরে নিমন্ত্রণ খেতে গিয়ে আর ফেরেননি প্রৌঢ়। এরপরই শনিবার তাঁর দেহ উদ্ধার হয়।

সিসিটিভি দেখে পুলিশ একটি অ্যাপক্যাব চিহ্নিত করে। তার সিটে রক্তের দাগ পাওয়া যায়। সেই অ্যাপক্যাবের সওয়ারি ব্যাঙ্ককর্মী সৌম্য জানাকে আটক করে। মৃত প্রৌঢ়ের মাথায় গুরুতর আঘাত ছিল। দুই সূত্র মিলিয়ে প্রাথমিকভাবে এই আটক করা হয়। পাশাপাশি প্রৌঢ়র সঙ্গে থাকা তরুণীকেও জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। খোঁজ করা হচ্ছে মৃতের ছেলের যার বাড়িতে তিনি রোজ মধ্যাহ্নভোজ করতেন।

Related articles

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...

নতুন রঙ নতুন আনন্দ: বাংলার দুর্গাপুজোকে মোদির বন্দনায় কটাক্ষ তৃণমূলের

বাংলায় পুজো করতে গেলে আদালতের অনুমতি লাগে। প্রায় প্রতিদিন ছুটে ছুটে এসব প্রচার করে বেড়াচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা...

ইমান বেচলেন কেন্দ্রীয় মন্ত্রী: শিখ সম্প্রদায়ের অপমানে নীরব রবনিতকে প্রশ্ন তৃণমূলের

কেন্দ্রীয় মন্ত্রী রবনিত সিং বিট্টু  শিখ সম্প্রদায়ের মানুষের সম্মানকে বাংলার বিজেপি নেতাদের সামনে বিক্রি করে দিলেন। নরেন্দ্র মোদির...
Exit mobile version