টানা ৭০ ঘণ্টা তল্লাশি শেষে ভোররাতে স্বরূপ বিশ্বাসের বাড়ি ছাড়লেন আয়কর আধিকারিকরা

একটানা প্রায় ৭০ ঘণ্টা আয়কর দফতরের তল্লাশি অভিযান। অবশেষে শনিবার ভোররাতে স্বরূপ বিশ্বাসের নিউআলিপুরের বাড়ি ছাড়লেন আয়কর আধিকারিকরা। স্বরূপের দাবি, আয়কর হানায় কিছুই পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের কাছে মূলত আয়ের উৎস নিয়ে জানতে চান আয়কর আধিকারিকরা। অভিযোগ, ভোটের আগে রাজনৈতিক প্রতিহিংসার কারণেই আয়কর হানা। স্বরূপের স্ত্রী কাউন্সিলর জুঁই বিশ্বাসের অভিযোগ, বিজেপি বিরোধী রাজনৈতিক দল করার কারণেই কেন্দ্রীয় এজেন্সির অতিসক্রিয়তা।

প্রসঙ্গত, গত বুধবার ভোর ৫টা থেকে স্বরূপ বিশ্বাসে নিউ আলিপুরের ফ্ল্যাটে চলছিল আয়কর তল্লাশি। আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ খতিয়ে দেখতেই টানা তল্লাশি চলে বলে জানা যায়। এরপর স্বরূপ বিশ্বাসকে আগামী ১৫ দিনের মধ্যে আয়কর দফতরের কলকাতা অফিসে তলব করা হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে।।

Previous articleনিউটাউনে ট্রলি ব্যাগে দেহ উদ্ধার, তদন্তে পুলিশ
Next articleআলিপুরে ব্যবসায়ীর বাড়িতে CBI , সকাল থেকে চলছে তল্লাশি