Thursday, August 21, 2025

মহুয়া মৈত্রকে যদি গ্রেফতারও করা হয়, তবে তিনি জেল থেকে লড়বেন এবং জিতবেন। রবিবার সাফ জানালেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এদিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, মহুয়ার বিরুদ্ধে একটা চক্রান্ত চলছে। মহুয়া দুর্নীতির অভিযোগ সামনে এনেছিলেন, তাই এইভাবে তাকে জড়িয়ে হেনস্থা করা হচ্ছে। তাকে টার্গেট করা হয়েছে। তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি । কত তাড়াতাড়ি তাকে লোকসভা থেকে সরানো যায় সেই চেষ্টা করেছে বিজেপি। এরপরে পরিকল্পিতভাবে সিবিআই লেলিয়ে দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারীর নামে তো সিবিআই এর এফআইআর আছে, কই তাকে তো গ্রেফতার করছে না? তাকে তো জিজ্ঞাসাবাদ করছে না? সেই প্রশ্নও তোলেন কুণাল।

এদিন তিনি বলেন, প্রত্যেকটি বুথে আমরা ৫০ শতাংশের বেশি ভোট পাব। মানুষের যা সাড়া পাচ্ছি তাতে তা নিশ্চিত। তিনি বলেন, মানুষের যে সংখ্যাগরিষ্ঠতা এটা শুধুমাত্র আসন ভিত্তিক কেন্দ্রীয়ভাবে নয় । আমরা বুধ ভিত্তিক দেখছি। মানুষের ১০০ শতাংশ পরিবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা করছেন।
তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে ভরসা রাখছেন । রাস্তা-জল-বিদ্যুৎ এর পাশাপাশি কন্যাশ্রী , রূপশ্রী, স্বাস্থ্যসাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, লক্ষীর ভান্ডার কী নেই সেই তালিকায়।

এদিন কুণাল দাবি করেন, যেখানে তৃণমূল পিছিয়ে ছিল সেখানেও এতটাই কাজ করেছে যে তৃণমূলের ভোট বাড়বে। বিজেপির ভোট তো সিপিএম এবং কংগ্রেস থেকে যাওয়া ভোট। বিজেপি বাংলাকে দেয় না কারণ, বাংলা বিজেপিকে ভোট দেয়নি। বিজেপি তো এখনও প্রার্থী ঠিক করে উঠতে পারল না। তার কটাক্ষ, দিলীপ ঘোষকে প্রার্থী করা নিয়ে বিজেপির বিরোধী লবি মাঠে নেমেছে। সংগঠন বলে বিজেপির কিছু নেই শুধুই গোষ্ঠীদ্বন্দ্ব। ওপর লেবেলে যদি এই হয় তাহলে বিজেপির নীচের স্তরে কোন ধরনের গোষ্ঠীদ্বন্দ্ব। নিজেরা মারামারি করছে আর বিপদে পড়লে তৃণমূলকে দোষ দিচ্ছে।

 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version