Monday, November 10, 2025

হোলির প্রাক্কালে রবিবাসরীয় প্রচারে রঙে মাখামাখি প্রচার পর্ব। যাদবপুর লোকসভার তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ দলীয় বিধায়ক এবং রাজনৈতিক কর্মীদের সঙ্গে আগাম হোলিতে মেতে উঠলেন। এদিন দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে প্রচারে বেরিয়েছিলেন সায়নী। দুই অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী সায়নী এবং লাভলি মৈত্র পরস্পরকে আবির মাখিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন । শুধু এখানেই থেমে থাকেননি সায়নী। শিবের পুজো নিয়ে বিজেপির কটাক্ষের জবাবও দেন।

সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্রকে সঙ্গে নিয়ে রাজপুর-সোনারপুর পুরসভার ২৫ এবং ২৬ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচার শুরু করেন সায়নী। বাইক এবং টোটো নিয়ে এই দুই ওয়ার্ডের নানা এলাকা ঘোরেন ওই তৃণমূল প্রার্থী। একাধিক জায়গায় মহিলারা বাড়ি থেকে বেরিয়ে এসে সায়নীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তাঁদের সবার সঙ্গে আবির খেললেন সায়নী।

শনিবার শিব মন্দিরে তাঁর পুজো দেওয়া নিয়ে বিজেপির কটাক্ষের জবাব দিয়ে সায়নী বলেন, ‘বিজেপির কটাক্ষ ছাড়া অন্য কিছু করার নেই। বিজেপির প্রতি মানুষের সাড়া এবং সমর্থন কিছুই নেই। বিজেপির মতো আমরা ভোটপাখি নই।’ তিনি আরও বলেন, গোটা নির্বাচনের জন্য আমি প্রচার করছি। ওরা কটাক্ষ করছে। বাকিটা মানুষের জন্য ছেড়ে দিই। পশ্চিমবঙ্গের মানুষ অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের চেয়ে সায়নী ঘোষকে ১০০ শতাংশ বেশি দেখেছে।’

সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি বলেন, অনির্বাণ গঙ্গোপাধ্যায় ভয় পেয়ে নানা রকম অভিযোগ করছেন। মানুষের সমর্থন ওঁদের সঙ্গে নেই, সেটা উনি নিজেও জানেন। তাই হারার ভয়ে এখন থেকেই উল্টোপাল্টা বকছেন।

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version