Thursday, August 21, 2025

হোলির প্রাক্কালে রবিবাসরীয় প্রচারে রঙে মাখামাখি প্রচার পর্ব। যাদবপুর লোকসভার তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ দলীয় বিধায়ক এবং রাজনৈতিক কর্মীদের সঙ্গে আগাম হোলিতে মেতে উঠলেন। এদিন দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে প্রচারে বেরিয়েছিলেন সায়নী। দুই অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী সায়নী এবং লাভলি মৈত্র পরস্পরকে আবির মাখিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন । শুধু এখানেই থেমে থাকেননি সায়নী। শিবের পুজো নিয়ে বিজেপির কটাক্ষের জবাবও দেন।

সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্রকে সঙ্গে নিয়ে রাজপুর-সোনারপুর পুরসভার ২৫ এবং ২৬ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচার শুরু করেন সায়নী। বাইক এবং টোটো নিয়ে এই দুই ওয়ার্ডের নানা এলাকা ঘোরেন ওই তৃণমূল প্রার্থী। একাধিক জায়গায় মহিলারা বাড়ি থেকে বেরিয়ে এসে সায়নীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তাঁদের সবার সঙ্গে আবির খেললেন সায়নী।

শনিবার শিব মন্দিরে তাঁর পুজো দেওয়া নিয়ে বিজেপির কটাক্ষের জবাব দিয়ে সায়নী বলেন, ‘বিজেপির কটাক্ষ ছাড়া অন্য কিছু করার নেই। বিজেপির প্রতি মানুষের সাড়া এবং সমর্থন কিছুই নেই। বিজেপির মতো আমরা ভোটপাখি নই।’ তিনি আরও বলেন, গোটা নির্বাচনের জন্য আমি প্রচার করছি। ওরা কটাক্ষ করছে। বাকিটা মানুষের জন্য ছেড়ে দিই। পশ্চিমবঙ্গের মানুষ অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের চেয়ে সায়নী ঘোষকে ১০০ শতাংশ বেশি দেখেছে।’

সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি বলেন, অনির্বাণ গঙ্গোপাধ্যায় ভয় পেয়ে নানা রকম অভিযোগ করছেন। মানুষের সমর্থন ওঁদের সঙ্গে নেই, সেটা উনি নিজেও জানেন। তাই হারার ভয়ে এখন থেকেই উল্টোপাল্টা বকছেন।

 

Related articles

পুজোয় আসছে ৪ বাংলা ছবি, সিনেমা স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...

স্বাস্থ্য-জীবনবিমা থেকে GST প্রত্যাহারের প্রস্তাব, মন্ত্রিগোষ্ঠীর কাছে পাঠাল কেন্দ্র 

অবশেষে স্বাস্থ্য ও জীবন বিমায় প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটি পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব পাঠাল কেন্দ্র। জিএসটি সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর...

পর্দায় এবার রাজশেখর বসুর জীবন, আসছে ‘পরশুরাম, দ্য আনটোল্ড স্টোরি’

পরিচালক অভিজিৎ পাল ও তাঁর বন্ধুদের প্রযোজনায় আসছে রাজশেখর বসুর (Rajshekhar Basu) জীবন নিয়ে প্রথম তথ্যচিত্র ‘পরশুরাম, দ্য...

নেপালের সঙ্গেও দ্বন্দ্বে মোদি! চিন-বাণিজ্য ইস্যুতে ‘নতুন’ সীমান্ত সমস্যা

চীনের সঙ্গে নতুন করে বাণিজ্য শুরু করতে গিয়ে একের পর এক ধাক্কা ভারতের উপর। একদিকে ভারত চিনের বাণিজ্যিক...
Exit mobile version