Friday, August 22, 2025

হোলির প্রাক্কালে রবিবাসরীয় প্রচারে রঙে মাখামাখি প্রচার পর্ব। যাদবপুর লোকসভার তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ দলীয় বিধায়ক এবং রাজনৈতিক কর্মীদের সঙ্গে আগাম হোলিতে মেতে উঠলেন। এদিন দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে প্রচারে বেরিয়েছিলেন সায়নী। দুই অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী সায়নী এবং লাভলি মৈত্র পরস্পরকে আবির মাখিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন । শুধু এখানেই থেমে থাকেননি সায়নী। শিবের পুজো নিয়ে বিজেপির কটাক্ষের জবাবও দেন।

সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্রকে সঙ্গে নিয়ে রাজপুর-সোনারপুর পুরসভার ২৫ এবং ২৬ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচার শুরু করেন সায়নী। বাইক এবং টোটো নিয়ে এই দুই ওয়ার্ডের নানা এলাকা ঘোরেন ওই তৃণমূল প্রার্থী। একাধিক জায়গায় মহিলারা বাড়ি থেকে বেরিয়ে এসে সায়নীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তাঁদের সবার সঙ্গে আবির খেললেন সায়নী।

শনিবার শিব মন্দিরে তাঁর পুজো দেওয়া নিয়ে বিজেপির কটাক্ষের জবাব দিয়ে সায়নী বলেন, ‘বিজেপির কটাক্ষ ছাড়া অন্য কিছু করার নেই। বিজেপির প্রতি মানুষের সাড়া এবং সমর্থন কিছুই নেই। বিজেপির মতো আমরা ভোটপাখি নই।’ তিনি আরও বলেন, গোটা নির্বাচনের জন্য আমি প্রচার করছি। ওরা কটাক্ষ করছে। বাকিটা মানুষের জন্য ছেড়ে দিই। পশ্চিমবঙ্গের মানুষ অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের চেয়ে সায়নী ঘোষকে ১০০ শতাংশ বেশি দেখেছে।’

সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি বলেন, অনির্বাণ গঙ্গোপাধ্যায় ভয় পেয়ে নানা রকম অভিযোগ করছেন। মানুষের সমর্থন ওঁদের সঙ্গে নেই, সেটা উনি নিজেও জানেন। তাই হারার ভয়ে এখন থেকেই উল্টোপাল্টা বকছেন।

 

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...
Exit mobile version