Friday, August 22, 2025

শুক্রবার সন্ধ্যায় মস্কোর ক্রকাস সিটি হলে (Crocus City Hall) জঙ্গি হামলার পর সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি ছড়িয়ে পড়েছে হামলার মুহূর্তের। আইএস (ISIS) জঙ্গি সংগঠনও জঙ্গিদের ছবি প্রকাশ্যে এনেছে। গোটা বিশ্ব যখন নিরপরাধ সাধারণ মানুষের মর্মান্তিক মৃত্যুর ছবি দেখে শিউরে উঠছে তখন রাজধানী শহরে জঙ্গি হামলা প্রশ্নের মুখে ফেলেছে রাশিয়ার সাধারণ মানুষের নিরাপত্তাকে। অন্যদিকে এই ঘটনার পরেও জঙ্গিদমনের থেকে ইউক্রেন যুদ্ধ জয়কেই যে বেশি প্রাধান্য দিচ্ছে পুতিন প্রশাসন, তা স্পষ্ট করেন সে দেশের রাষ্ট্রদূত (ambassador)।

বিশ্বের অন্যতম শক্তিশালী নিরাপত্তা বেষ্টনীতে মোড়া মস্কো (Moscow) শহর। মুহূর্তে কোনও জঙ্গি হামলাকে দমন করার ক্ষমতা রাখে ক্রকাস হল এলাকার আইডিয়া পুলিশ (idea police), যা কোনও অ্যাকশন মুভির থেকে কম না। তার পরেও সেখানে ঢুকে বিস্ফোরণ ঘটিয়ে, নির্বিচারে গুলি চালিয়ে পালিয়ে যেতে পারে জঙ্গিরা শুক্রবার। যদিও রাশিয়ার নিরাপত্তা বাহিনী ১১ জন সন্দেহভাজনকেই ধরে ফেলে, তবে ১৩৩টি প্রাণের বিনিময়ে। এই ঘটনার পরে পুতিন ঘনিষ্ঠ মন্ত্রিসভার সদস্য দাবি করেন ধৃত জঙ্গিদের জন্য সর্বোচ্চ মৃত্যুদণ্ডের শাস্তির। যদিও বর্তমানে রাশিয়ায় মৃত্যুদণ্ড বন্ধ হয়ে গিয়েছে।

সাধারণ নাগরিকদের মৃত্যুর পরেও রাশিয়াকে নিজের পথ ও বিদেশনীতি থেকে সরিয়ে আনা যাবে না বলে দাবি আমেরিকায় রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্টোনভের (Anatoly Antonov)। ঘটনার পরে গোটা হামলার দায় ইউক্রেনের উপর চাপানোর চেষ্টা করলেও জঙ্গিদের তদন্তে নেমে প্রমাণিত হয় এই ঘটনায় ইউক্রেনের কোনও দায় নেই। তবে ধৃত জঙ্গিদের থেকে তাজিকিস্তানের (Tajikistan) নাগরিকত্বের প্রমাণ মিলেছে। আর এই প্রমাণ সামনে আসার পরই তাজিকিস্তানের রাষ্ট্রপতি এমোমলি রহমন এই হামলার নিন্দা করেন। রবিবারই তিনি পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন। তিনি দাবি করেন জঙ্গিদের কোনও দেশের নাগরিকত্ব বা কোনও ধর্ম থাকে না।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version