Thursday, August 21, 2025

দলবদলু ‘গদ্দার’কে নেতা মানতে নারাজ! দিলীপকে মেদিনীপুর থেকে সরিয়ে অপমান

Date:

Share post:

দলের মধ্যেই ক্রমশ কোণঠাসা হয়ে গিয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। দলবদলু শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) ছড়ি ঘোরানো বা ইন্টার্ন BJP রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) সিদ্ধান্ত মানতে পারছিলেন না দিলীপ। তার খেসারত দিতে হল নিজের জেতা সিট অন্য প্রার্থীকে ছেড়ে। মেদিনীপুর কেন্দ্র থেকে কার্যত অপমান করে সরিয়ে দেওয়া হল দিলীপ ঘোষকে। আর তাকে দেওয়া হল বর্ধমান দুর্গাপুর কেন্দ্র যেখানে বিজেপির গোষ্ঠিকোন্দল চরমে।

২০১৯ সালে BJP-র অন্দরে দিলীপের যে দাপট ছিল তা আজ উধাও। শুভেন্দুর কলকাঠি নাড়ার ফলে রাজ্য সভাপতির পদও যায় দিলীপের। আর এবার নিজের গড়ে লড়ার সুযোগটাও গেল। জল্পনা ছিল অনেক দিনই। নির্বাচনের দিন ঘোষণার আগে প্রধানমন্ত্রীর বাংলা সফরে কোনও সভামঞ্চেই দেখা যায়নি দিলীপ ঘোষকে। প্রথম প্রার্থী তালিকাতেও তাঁর নাম ছিল না। বিজেপি সূত্রে খবর, তাঁকে মেদিনীপুর থেকে সরাতে বারবার দিল্লি উড়ে গিয়েছেন শুভেন্দু-সুকান্ত। শেষে বঙ্গ বিজেপির ‘দলবদলু’ নেতার কান ভাঙানোতে মজে গিয়ে মোদি-শাহ-নাড্ডারা দিলীপকে জেতা কেন্দ্র থেকে সরিয়ে দিলেন। কার্যত অপমানিত প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি। অভিনেত্রী-বিধায়ক তৃণমূল প্রার্থী জুন মালিয়ার সঙ্গে লড়ার জন্য বেছে নেওয়া হল অগ্নিমিত্রা পালকে।

কেটে বদলে প্রশ্ন করা হলে হতাশ দিলীপ ঘোষ সাংবাদিকদের বলেন, “গোটা বাংলাই আমার চেনা। রাজ্য সভাপতি থাকাকালীন সব জায়গায়  গিয়েছি। দল এবার দায়িত্ব দিয়েছে একটা এমপি সিট জেতানোর। সে বাংলার যেখান থেকে লড়তে হবে, জিতিয়ে দেব। কাল থেকেই বর্ধমান-দুর্গাপুরে গিয়ে থাকতে শুরু করব।”  তবে এই বিষয়টা তিনি যে মন থেকে মেনে নিতে পারছেন না তা স্পষ্ট দিলীপের কথায়।

আরও পড়ুন- গেরুয়া দ.খলদারি হটিয়ে JNU-তে ছাত্র-ভোটে লাল ঝড়

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...