ঈশানের কাঁধে হাত বোর্ড সচিবের, তবে কি বরফ গলছে?

মাসখানেক আগে রঞ্জিট্রফি না খেলার কারণে বিসিসিআই-এর কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছিলেন ঈশান। তবে তারপরই আইপিএল-এ নামেন ঈশান।

0
1

বরফ কি গলছে বোর্ড কর্তা জয় শাহ এবং ভারতীয় ক্রিকেটার ঈশান কিষাণের মধ্যে? গতকাল আইপিএল-এর ম্যাচে খেলতে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। যেখানে গুজরাত টাইটান্সের কাছে প্রথম ম্যাচে হারে হার্দিক পান্ডিয়ার দল। তবে সেই ম্যাচেই দেখা গেল ঈশানে কাধেঁ হাত রাখেন বিসিসিআই সচিব জয় শাহ।

মাসখানেক আগে রঞ্জিট্রফি না খেলার কারণে বিসিসিআই-এর কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছিলেন ঈশান। তবে তারপরই আইপিএল-এ নামেন ঈশান। তবে আইপিএলের শুরুটা ভাল হয়নি ঈশানের। প্রথম ম্যাচে ৪ বল খেলে শূন্য রানে আউট হয়েছেন। কিন্তু ম্যাচ শেষে তাঁর কাঁধে হাত রেখে সান্ত্বনা দেন বিসিসিআই সচিব জয় শাহ। যেখানে দেখা যায় দুজনে দীর্ঘক্ষণ হাসিমুখে কথাও বলেন। সেই ছবি দেখেই নেটদুনিয়ার আলোচনা তুঙ্গে। তাহলে কি বোর্ডের সঙ্গে তারকা ব্যাটারের ঠাণ্ডা লড়াইয়ে ইতি? এবার কি তাহলে জাতীয় দলের দরজা আবার খুলতে পারে ঈশানের জন্য। সেই নিয়ে তৈরি হয় জল্পনা।

২০২৩ নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সিরিজে মানসিক অবসাদের কারণ দেখিয়ে জাতীয় দল থেকে ছুটি নিয়েছিলেন ঈশান। গত বছর বিশ্বকাপের পর থেকে আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি তাঁকে। বোর্ডের বারংবার নির্দেশ সত্ত্বেও একবারের জন্য রঞ্জিট্রফি খেলতে নামেননি। কিন্তু আইপিএল ক্যাপ্টেন হার্দিকের সঙ্গে বরোদায় অনুশীলন করতে দেখা যায় তাঁকে। তারপরেও রঞ্জি খেলেননি ঈশান। এরপরই বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ দেওয়া হয় ঈশানকে।

আরও পড়ুন- প্রাক্তন দল গুজরাতের কাছে হার হার্দিকের, মুম্বইকে ৬ রানে হারাল শুভমন গিলরা