Saturday, August 23, 2025
আসন্ন লোকসভা ভোটে টিকিট না পেয়ে একেবারে বড়সড় কাণ্ড ঘটিয়ে ফেললেন তামিলনাড়ুর এমডিএমকে সাংসদ। ভোটের টিকিট না পেয়ে এবার সরাসরি নিজেকে শেষ করতে অবিনাশী গণেশমূর্তি একেবারে কীটনাশক খেয়ে ফেললেন। আর তারপরই সঙ্কটজনক অবস্থায় এক হাসপাতালের আইসিইউতে ভর্তি হন তিনি।
পরিবারের তরফে জানানো হয়েছে, কীটনাশক খেয়ে ফেলেছিলেন সাংসদ। তার পরেই এই অবস্থা। তবে কী ভাবে সাংসদ কীটনাশক খেলেন, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে এমডিএমকে সাংসদকে দেখতে তামিলনাড়ুর শাসক এবং বিরোধী দলের একাধিক নেতা এবং মন্ত্রী হাসপাতালে পৌঁছে যান। তামিলনাড়ুর ইরোড কেন্দ্রের বর্তমান সাংসদ গণেশমূর্তি। ২০১৯ সালে ডিএমকে-র টিকিটে ওই কেন্দ্র থেকে জিতেছিলেন তিনি। কিন্তু আসন্ন লোকসভা নির্বাচনে তাঁকে এমডিএমকে টিকিট দেয়নি। দলীয় সূত্রে খবর, সেই কারণে তিনি হতাশ ছিলেন।
এদিকে গণেশমূর্তির পরিবারের তরফে জানানো হয়েছে, রবিবার সকালে আচমকা অসুস্থ হয়ে পড়েন সাংসদ। অবানাশী জানান, তাঁর শরীরে অস্বস্তি হচ্ছে। বমিও করতে শুরু করেন। এরপরই পরিবারের সদস্যদের কীটনাশক খাওয়ার কথাও জানিয়ে দেন সাংসদ। এরপরই দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কোয়েম্বাটুরের এক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাংসদ। চিকিৎসকেরা জানিয়েছেন, সাংসদের শারীরিক পরিস্থিতি সঙ্কটজনক। ৪৮ ঘণ্টা তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version