Sunday, May 11, 2025

খেলা হবে: ‘শূন্যতে আউট’ করার হুঁশিয়ারি কীর্তির, দিলীপ বললেন ‘বোলার নয়, বল দেখি’

Date:

বর্ধমান দুর্গাপুর বলছে “খেলা হবে”! অনেক টালবাহার পর অবশেষে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে টিকিট দিয়েছে দল। তবে শুভেন্দু লবি হেনস্থা করতেই দিলীপের কেন্দ্র পরিবর্তন করেছে। যদিও দমতে রাজি নন দিলীপ। প্লেয়ার ভালো হলে মাঠ বা পিচ কোনওটাই ফ্যাক্টর নয়, সেটা বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে পা রেখেই বুঝিয়ে দিলেন মেদিনীপুরের বিদায়ী সাংসদ।

গতকাল নাম ঘোষণার পরই আজ, সোমবার দোলের দিন সকাল সকাল বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে পৌঁছে যান দিলীপ। দিনভর কর্মী সমর্থকদের উন্মাদনায় ভাসলেন তিনি। বর্ধমানে পৌঁছতেই দলের প্রার্থীকে সাড়ম্বরে স্বাগত জানালেন বিজেপির কর্মী সমর্থকরা। জয় আসবে বিপুল ভোটে, দাবি প্রত্যয়ী দিলীপের।

এদিকে বিজেপি প্রার্থী হিসেবে দিলীপ ঘোষের নাম ঘোষণা করতেই বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে জোর টক্কর শুরু। একদিকে প্রাক্তন বিশ্বজয়ী ক্রিকেটার তৃণমূলের কীর্তি আজাদ, অন্যদিকে জনপ্রিয় দিলীপ ঘোষ। লড়াই একেবারে সেয়ানে সেয়ানে। দিলীপের তাঁর প্রতিপক্ষ জানার পরই কীর্তির হুঙ্কার, “উনি একবারের সাংসদ, একবারের বিধায়ক। কিন্তু আমি তিনবারের সাংসদ। শূন্য রানে আউট করে বাড়ি পাঠাব।” পাল্টাদিলীপ ঘোষের হুশিয়ারি, “আমার বিপরীতে কে আছে দেখি না। আমি বোলার দেখি না, বল দেখি।”

বিজেপি কর্মী সমর্থকদের চাঙ্গা করতে গিয়ে এদিন দিলীপ ঘোষ বলেন, “একটু দেরি হল। এবার আমি এসে গিয়েছি। একের পর এক বাউন্সার মারব। জানি, আমার প্রতিদ্বন্দ্বী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কীর্তি। কিন্তু এই লড়াইয়ে আমিই ছক্কা মেরে সবাইকে মাঠের বাইরে বের করে দেব। মেদিনীপুরে আমি নিজেই পিচ তৈরি করে এসেছি। বর্ধমানে অচেনা পিচ হলেও ব্যাটসম্যান আমিই।”

Related articles

আগামী ১৬ মে থেকে শুরু হতে পারে আইপিএল

সরকারীভাবে ঘোষণা না হলেও আগামী ১৬ কিংবা ১৭ মে থেকেই শুরু হতে চলেছে আইপিএল। তবে ২৫ নয় আইপিএল...

অপারেশন সিন্দুর: শাড়িতে-কেকে ভারতীয় সেনাকে কুর্নিশ

পহেলগাম জঙ্গি হামলার প্রত্যুত্তরে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি ধুলিস্যাৎ করেছে ভারতীয় সেনা (Indian Army)।...

মাতৃদিবসে নস্টালজিক বিনোদন জগত, কথায়-ছবিতে সমাজমাধ্যমে অনুভূতি শেয়ার তারকাদের

পৃথিবীর আলো দেখিয়েছেন যিনি সেই মায়ের জন্য কোনও একটা দিন কখনই যথেষ্ট হতে পারেনা। বছরে প্রত্যেকটা দিনের প্রত্যেকটা...

আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের ফেরার বার্তা বিসিসিআইয়ের!

শুরু হতে চলেছে আইপিএল(IPL)! হ্যাঁ যো শোনাযাচ্ছে আইপিএল(IPL) শুরুর করার কাজ আরম্ভ করে দিয়েছে বিসিসিআই(BCCI)। শোনাযাচ্ছে আগামী ১৩...
Exit mobile version