দোল উৎসবে রঙিন প্রচার মথুরাপুরে, অন্য মেজাজে তৃণমূল প্রার্থী

সোমবার রায়দিঘির বটিসর গ্রামে ভোট প্রচার করলেন তৃণমূল প্রার্থী বাপি হালদার। তাঁকে কাছে পেয়ে কচিকাচারাও এগিয়ে এলো রঙ মাখাতে

উৎসবের মতো প্রচারের ভালো মাধ্যম আর কী হতে পারে? দোল উৎসবেই তাই জনসংযোগ বাড়িয়ে নিলেন মথুরাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপি হালদার। তবে উৎসব, তাই প্রার্থী ছিলেন এদিন অন্য মেজাজে। সবুজ আবিরে, ফুলের মালায় প্রার্থী হয়ে উঠলেন উৎসবের মুখ।

সোমবার রায়দিঘির বটিসর গ্রামে ভোট প্রচার করলেন তৃণমূল প্রার্থী বাপি হালদার। তাঁকে কাছে পেয়ে কচিকাচারাও এগিয়ে এলো রঙ মাখাতে। সকলের রঙ মাথার আবেদনও খুশির সঙ্গে মেটালেন তিনি। সেই সঙ্গে আয়োজন করা হয় নাচ গানেরও। প্রার্থীর কথায়, ভোট প্রচারকে একটু সরিয়ে রেখে রঙের উৎসবই এদিন গ্রামবাসীদের সঙ্গে উৎসবে মেতে ওঠার দিন।

Previous articleলাদাখে আন্দোলনে এবার ‘রবীন্দ্রনাথ’ও, অনশনে আরও ৫ হাজার
Next articleহৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ইনস্পেক্টরের, তপসিয়া থানায় চাঞ্চল্য