Friday, November 14, 2025

কেজরিওয়ালকে গ্রেফতার কেন? মোদির বাসভবন ঘিরে বিক্ষোভ – প্রতিবাদে AAP  

Date:

ভোটের মুখে প্রতিহিংসামূলক রাজনীতি করছে বিজেপি (BJP)। দেশজুড়ে বিরোধীদের অভিযোগ ক্রমাগত তীব্র হচ্ছে। দিল্লির মুখ্যমন্ত্রী (CM of Delhi) অরবিন্দ কেজরিওয়ালকে ইডি (ED arrested Arvind Kejriwal) গ্রেফতার করার পর থেকেই দিল্লিতে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ। এবার নরেন্দ্র মোদির (Narendra Modi) বাসভবন ঘেরাও কর্মসূচি আম আদমি পার্টির (AAP) কর্মী সমর্থকদের। আজ সকাল থেকেই রাজধানির রাস্তায় আঁটোসাঁটো নিরাপত্তা। সূত্রের খবর সকাল দশটা নাগাদ পাটিল চক এলাকায় আপ নেতা কর্মী সমর্থকরা একে একে জড়ো হতে শুরু করেন। বিক্ষোভের সামিল মহিলারাও।

বিজেপি সরকার কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করে বিরোধীদের ফাঁসানোর চেষ্টা করছে। ইতিমধ্যেই দুই মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করার প্রতিবাদে বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ছে দেশজুড়ে। প্রধানমন্ত্রীর বাসভবন ৭ নম্বর, লোককল্যাণ মার্গ ঘেরাও করে তাই জবাবদিহি চায় আম আদমি পার্টি। সকাল থেকেই সতর্ক রয়েছে প্রশাসন। নরেন্দ্র মোদির বাড়ির সামনে প্রচুর পুলিশ মোতায়ন করা হয়েছে। দিল্লির মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকলেও পাটিল চক এবং সেন্ট্রাল সেক্রেটারিয়েট মেট্রো স্টেশনে ঢোকা বেরোনোর কিছু গেট নিরাপত্তাজনিত কারণে বন্ধ রাখা হয়েছে। শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল আসায় নিত্যযাত্রীদের সফদরজং রোড, আকবর রোড এবং তিন মূর্তি মার্গ এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে দিল্লি পুলিশের তরফে। নিয়ম মেনে প্রধানমন্ত্রীর বাসভবনের বেশ কিছুটা দূরত্বেই বিক্ষোভকারীদের আটকে দেওয়ার জন্য তৈরি পুলিশ প্রশাসন। আজ দিল্লিতে আপ এবং বিজেপির বিক্ষোভ কর্মসূচি। একদিকে কেজরিওয়ালের মুক্তির দাবি অন্যদিকে কেজরিওয়ালের ইস্তফার দাবি। উভয় পক্ষের শক্তি প্রদর্শন। ইতিমধ্যেই কামাল আতাতুর্ক মার্গ, অশোক রোড, তুঘলক রোডে যান চলাচল বন্ধ। উল্টোদিকে, দিল্লি বিজেপির তরফে আইটিও থেকে সচিবালায় পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছে। দুপক্ষের কর্মসূচিতে অশান্তির আশঙ্কায় রাজধানি।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version