Thursday, August 21, 2025

দোলের দিনই বড় সারপ্রাইজ দিলেন আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। এমনিতেই সেলেবদের জীবন নিয়ে সাধারণ মানুষের মনে কৌতূহল কম নয়। তবে তার থেকেও বেশি আগ্রহ থাকে তারকা সন্তানদের নিয়ে। মানে তাঁকে ঘিরে মিডিয়া এবং সাধারণ মানুষের একটা আলাদা উন্মাদনা থাকবে। দম্পতিরা সেটা বেশ ভাল রকমই বোঝেন। সেই কারণেই বোধহয় সন্তানকে প্রকাশ্যে আনার জন্য বিশেষ কিছু নিয়ম বা প্ল্যানিং করেন অভিনেতা-অভিনেত্রীরা। টলিউড (Tollywood) হোক বা বলিউড একই ট্রেন্ড সর্বস্ব। রণবীর-আলিয়া হোক বা রাজ-শুভশ্রী, করণ- বিপাশা হোক বা গৌরব- ঋদ্ধিমা, তারকা দম্পতিরা আজকাল বিশেষ দিনক্ষণ দেখে সন্তানদের সঙ্গে বাকিদের পরিচয় করিয়ে দিচ্ছেন। কিন্তু সব অভিনেতারাই কি ছোট বয়সেই সন্তানকে প্রকাশ্যে আনছেন নাকি কিছু ব্যতিক্রমও আছে? এক্ষেত্রে টলিপাড়ার ‘গোয়েন্দা’ আবীর চট্টোপাধ্যায়ের কথাই সবার আগে বলতে হয়। যুবতী থেকে তরুণী প্রত্যেকের হার্টথ্রব হয়েও ব্যক্তিগত জীবনকে কখনই পাবলিক করেননি অভিনেতা। স্ত্রী নন্দিনীর (Nandini Chatterjee) সঙ্গে তাঁর রসায়ন নিয়ে কটুক্তি হলেও খুব পরিণত মানসিকতার পরিচয় দিয়ে সেসবের মোকাবেলা করেছেন আবীর (Abir Chatterjee)। তবে তাঁর কন্যা সন্তানকে কেমন দেখতে সে নিয়ে কূলকিনারা করে উঠতে পারেনি মিডিয়া। এবার মেয়েকে প্রকাশ্যে আনলেন অভিনেতা নিজেই।

বাংলা সিনেমার দর্শকের কাছে আবীর চট্টোপাধ্যায় অত্যন্ত প্রিয় একজন অভিনেতা। সিরিয়াল জগত থেকে ক্যারিয়ার শুরু করে যেভাবে তিনি একের পর এক ভাল ছবি উপহার দিয়েছেন, তাতে প্রথম সারির সব পরিচালকদের পছন্দের তালিকাতেই আবীরের নাম দেখা যায়। স্মিতভাষী, হ্যান্ডসাম অভিনেতার অনুরাগীদের মধ্যে আবীর ও নন্দিনী চট্টোপাধ্যায়ের একমাত্র কন্যা ময়ূরাক্ষী চট্টোপাধ্যায়কে (Mayurakhshi Chatterjee) নিয়ে একটা চাপা আগ্রহ ছিলই। কারণ সে ভাবে কোনও ফিল্মি পার্টি কিংবা সমাজমাধ্যমের পাতায় দেখা যায়নি অভিনেতার মেয়েকে। এবার সকলের আক্ষেপ মিটিয়ে রঙের দিনে সপরিবারে ধরা দিলেন ‘ রক্তবীজ ‘ অভিনেতা। মেয়ে এবং স্ত্রীকে নিয়ে আবীরের দোল উদযাপন মুহূর্তে ভাইরাল সমাজ মাধ্যমের পাতায়।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version