কোপা আমেরিকা , ব্রাজিলের গ্রুপে কোস্টারিকা

কোপার বাছাই পর্বের ম্যাচে কানাডা ২-০ গোলে হারিয়েছে ত্রিনিদাদ ও টোবাগোকে।

চলতি বছর বসতে চলেছে কোপা আমেরিকা কাপের আসর। আমেরিকার মাটিতে চলতি বছরের জুনে শুরু হবে কোপা আমেরিকা। টুর্নামেন্টের ড্র আগেই হয়ে গিয়েছিল। অপেক্ষা ছিল বাছাই পর্ব থেকে উঠে আসা দুটি দলের। যে দুই দল আর্জেন্টিনা ও ব্রাজিলের গ্রুপে থাকবে। সেই অপেক্ষাও শেষ। আর্জেন্টিনা পেল কানাডাকে। অন্যদিকে, ব্রাজিলের গ্রুপে জায়গা করে নিল কোস্টারিকা।

কোপার বাছাই পর্বের ম্যাচে কানাডা ২-০ গোলে হারিয়েছে ত্রিনিদাদ ও টোবাগোকে। কানাডার হয়ে গোল দুটি করেন যথাক্রমে কাইল লারিন ও জ্যাকব শাফেলবার্গ। এদিকে, কোস্টারিকা ৩-১ গোলে হন্ডুরাসকে হারিয়েছে। ম্যাচের ১০ মিনিটে মাইকেল চিরিনোসের গোলে এগিয়ে গিয়েছিল হন্ডুরাস। কিন্তু ১২ মিনিটেই কোস্টারিকাকে সমতায় ফিরিয়ে আনেন অরল্যান্ড গালো। এরপর ৫৬ ও ৬২ মিনিটে ওয়ারেন মাদ্রিগল ও জেফারসন ব্রেনেসের গোলে জয় নিশ্চিত করে ফেলে কোস্টারিকা।

এর ফলে, গ্রুপ ‘এ’-তে আর্জেন্টিনা, পেরু ও চিলির সঙ্গে রইল কানাডা। গ্রুপ ‘ডি’-তে ব্রাজিল, কলম্বিয়া, প্যারাগুয়ের সঙ্গে কোস্টারিকা। ২০ জুন আর্জেন্টিনা বনাম কানাডা ম্যাচ দিয়ে শুরু হবে এবারের কোপা আমেরিকা। ২৩ জুন অভিযান শুরু করবে ব্রাজিল।

আরও পড়ুন- পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ জিতে অভিমানী বিরাট, দিলেন সমালোচনার জবাব