Wednesday, August 20, 2025

দোলের দিনই বড় সারপ্রাইজ দিলেন আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। এমনিতেই সেলেবদের জীবন নিয়ে সাধারণ মানুষের মনে কৌতূহল কম নয়। তবে তার থেকেও বেশি আগ্রহ থাকে তারকা সন্তানদের নিয়ে। মানে তাঁকে ঘিরে মিডিয়া এবং সাধারণ মানুষের একটা আলাদা উন্মাদনা থাকবে। দম্পতিরা সেটা বেশ ভাল রকমই বোঝেন। সেই কারণেই বোধহয় সন্তানকে প্রকাশ্যে আনার জন্য বিশেষ কিছু নিয়ম বা প্ল্যানিং করেন অভিনেতা-অভিনেত্রীরা। টলিউড (Tollywood) হোক বা বলিউড একই ট্রেন্ড সর্বস্ব। রণবীর-আলিয়া হোক বা রাজ-শুভশ্রী, করণ- বিপাশা হোক বা গৌরব- ঋদ্ধিমা, তারকা দম্পতিরা আজকাল বিশেষ দিনক্ষণ দেখে সন্তানদের সঙ্গে বাকিদের পরিচয় করিয়ে দিচ্ছেন। কিন্তু সব অভিনেতারাই কি ছোট বয়সেই সন্তানকে প্রকাশ্যে আনছেন নাকি কিছু ব্যতিক্রমও আছে? এক্ষেত্রে টলিপাড়ার ‘গোয়েন্দা’ আবীর চট্টোপাধ্যায়ের কথাই সবার আগে বলতে হয়। যুবতী থেকে তরুণী প্রত্যেকের হার্টথ্রব হয়েও ব্যক্তিগত জীবনকে কখনই পাবলিক করেননি অভিনেতা। স্ত্রী নন্দিনীর (Nandini Chatterjee) সঙ্গে তাঁর রসায়ন নিয়ে কটুক্তি হলেও খুব পরিণত মানসিকতার পরিচয় দিয়ে সেসবের মোকাবেলা করেছেন আবীর (Abir Chatterjee)। তবে তাঁর কন্যা সন্তানকে কেমন দেখতে সে নিয়ে কূলকিনারা করে উঠতে পারেনি মিডিয়া। এবার মেয়েকে প্রকাশ্যে আনলেন অভিনেতা নিজেই।

বাংলা সিনেমার দর্শকের কাছে আবীর চট্টোপাধ্যায় অত্যন্ত প্রিয় একজন অভিনেতা। সিরিয়াল জগত থেকে ক্যারিয়ার শুরু করে যেভাবে তিনি একের পর এক ভাল ছবি উপহার দিয়েছেন, তাতে প্রথম সারির সব পরিচালকদের পছন্দের তালিকাতেই আবীরের নাম দেখা যায়। স্মিতভাষী, হ্যান্ডসাম অভিনেতার অনুরাগীদের মধ্যে আবীর ও নন্দিনী চট্টোপাধ্যায়ের একমাত্র কন্যা ময়ূরাক্ষী চট্টোপাধ্যায়কে (Mayurakhshi Chatterjee) নিয়ে একটা চাপা আগ্রহ ছিলই। কারণ সে ভাবে কোনও ফিল্মি পার্টি কিংবা সমাজমাধ্যমের পাতায় দেখা যায়নি অভিনেতার মেয়েকে। এবার সকলের আক্ষেপ মিটিয়ে রঙের দিনে সপরিবারে ধরা দিলেন ‘ রক্তবীজ ‘ অভিনেতা। মেয়ে এবং স্ত্রীকে নিয়ে আবীরের দোল উদযাপন মুহূর্তে ভাইরাল সমাজ মাধ্যমের পাতায়।

Related articles

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...

ব্যস্ত দিনে শহরে বিশৃঙ্খলার চেষ্টা, গ্রেফতার ISF বিধায়ক ও সমর্থকরা

কেন্দ্রের জনবিরোধী নীতির বিরোধিতায় লাগাতার বিরোধী দলগুলি সংঘবদ্ধ হয়ে লড়াই চালিয়ে যাচ্ছে সংসদে। অধিবেশন চলাকালীন যেমন সংবিধান সংশোধনী...

সেমিফাইনালের প্রথমার্ধে ইস্টবেঙ্গলকে রুখে দিল DHFC

যুবভারতীতে ডুরান্ড সেমিফাইনালে (Durand Cup Semi final) খেলতে নেমে প্রথম ৪৭ মিনিটে লাল হলুদ মশালকে নিষ্প্রভ করে দিল...

রাজ্যপালের নাম ভাঙিয়ে প্রতারণা! সতর্ক করল রাজভবন 

রাজ্যপালের নাম ভাঙিয়ে সাইবার প্রতারণার ঘটনা বাড়তে থাকায় তীব্র সতর্কবার্তা জারি করল রাজভবন। অভিযোগ, প্রতারকরা নিজেদের রাজ্যপালের দফতরের...
Exit mobile version