দোলের দিনই বড় সারপ্রাইজ দিলেন আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। এমনিতেই সেলেবদের জীবন নিয়ে সাধারণ মানুষের মনে কৌতূহল কম নয়। তবে তার থেকেও বেশি আগ্রহ থাকে তারকা সন্তানদের নিয়ে। মানে তাঁকে ঘিরে মিডিয়া এবং সাধারণ মানুষের একটা আলাদা উন্মাদনা থাকবে। দম্পতিরা সেটা বেশ ভাল রকমই বোঝেন। সেই কারণেই বোধহয় সন্তানকে প্রকাশ্যে আনার জন্য বিশেষ কিছু নিয়ম বা প্ল্যানিং করেন অভিনেতা-অভিনেত্রীরা। টলিউড (Tollywood) হোক বা বলিউড একই ট্রেন্ড সর্বস্ব। রণবীর-আলিয়া হোক বা রাজ-শুভশ্রী, করণ- বিপাশা হোক বা গৌরব- ঋদ্ধিমা, তারকা দম্পতিরা আজকাল বিশেষ দিনক্ষণ দেখে সন্তানদের সঙ্গে বাকিদের পরিচয় করিয়ে দিচ্ছেন। কিন্তু সব অভিনেতারাই কি ছোট বয়সেই সন্তানকে প্রকাশ্যে আনছেন নাকি কিছু ব্যতিক্রমও আছে? এক্ষেত্রে টলিপাড়ার ‘গোয়েন্দা’ আবীর চট্টোপাধ্যায়ের কথাই সবার আগে বলতে হয়। যুবতী থেকে তরুণী প্রত্যেকের হার্টথ্রব হয়েও ব্যক্তিগত জীবনকে কখনই পাবলিক করেননি অভিনেতা। স্ত্রী নন্দিনীর (Nandini Chatterjee) সঙ্গে তাঁর রসায়ন নিয়ে কটুক্তি হলেও খুব পরিণত মানসিকতার পরিচয় দিয়ে সেসবের মোকাবেলা করেছেন আবীর (Abir Chatterjee)। তবে তাঁর কন্যা সন্তানকে কেমন দেখতে সে নিয়ে কূলকিনারা করে উঠতে পারেনি মিডিয়া। এবার মেয়েকে প্রকাশ্যে আনলেন অভিনেতা নিজেই।