Monday, August 25, 2025

মমতা-অভিষেকের অনুরোধে ২৬ দিন পর বিজেপির রাজ্য দফতর থেকে ধরনা তুলছে শিখরা

Date:

বিরোধী দল নেতার খালিস্তানি মন্তব্যের প্রতিবাদে ২৬ দিন ধরে মুরালি ধর লেনে বিজেপির দলীয় অফিসের সামনে বিক্ষোভে শামিল শিখ সম্প্রদায়ের বিশিষ্টজনেরা। যদিও মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেই ধরনা মঞ্চে উপস্থিত হন মন্ত্রী শশী পাঁজা ও বিধায়ক বিবেক গুপ্তা। তারা তাদের এই ধরনা প্রত্যাহার করার জন্য অনুরোধ করেন। সেই অনুরোধ মেনে ২৬ দিন পর বিক্ষোভ অবস্থান উঠে যাচ্ছে বিজেপির রাজ্য দফতরের সামনে থেকে।

মন্ত্রী শশী পাঁজা বলেন, এই ধরনের মন্তব্য বাংলার অপমান বাংলার মা বোনদের অপমান ।
মমতা ও অভিষেকের পূর্ণ সমর্থন রয়েছে এই আন্দোলনের সঙ্গে। বিজেপির সর্ব্বোচ নেতৃত্ব শুভেন্দুদের নির্দেশ দেননি ক্ষমা চাইতে।আপনাদের মনের দুঃখ বাংলার মনের দুঃখ। সামনেই নির্বাচন তাই এই আন্দোলন স্থগিত রাখার অনুরোধ করছি।
তিনি আরও বলেন, যে অপমান শুভেন্দু করেছেন সেটা বাংলার অপমান, দেশের অপমান।
এটা ওদের চরিত্র।বিজেপি সাপোর্ট করে এই ধরনের মক্তব্যকে।এটা তাদের চরিত্রে রয়েছে।
মমতা এবং অভিষেকের তরফে এই আন্দোলনকে স্থগিত করার অনুরোধ করা হল শিখ সম্প্রদায়ের মানুষদের কাছে।
এরপরই সেই অনুরোধ মেনে তারা ধরনা তুলে নেওয়ার কথা জানান। এরই পাশাপাশি রাজ্য প্রশাসন যে তাদের পাশে আছে , সে কথাও এদিন তাদেরকে জানিয়ে দেওয়া হয়।

 

Related articles

নির্বাচনী মামলা! পাল্টা হলফনামা দিতে নিজেই হাই কোর্টে অভিষেক

নির্বাচন সংক্রান্ত মামলা দায়ের হয়েছিল তৃণমূলের ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ তথা তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

পথ দেখায় বাংলা: মমতার পথেই গণেশপুজোয় অনুদান মহারাষ্ট্রের বিজেপি সরকারের!

বাংলা আজ যা ভাবে গোটা ভারত তা ভাবে কাল। এই স্বতঃসিদ্ধ বাক্যটি সম্প্রতি বারবার প্রমাণিত হয়েছে। ফের একবার...

“যেকোনও পুরুষ আমার চেয়ে হেমাকে বেশি পছন্দ করত”, ধর্মেন্দ্রর দ্বিতীয় বিয়ে নিয়ে মন্তব্য প্রকাশের

ধর্মেন্দ্র (Dharmendra) এবং তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌরের (Prakash Kaur) বিয়ে হয় ১৯৫৪ সালে। অভিনেতার বলিউডে অভিষেকের কয়েক...

নিয়োগ মামলা: ইডির তল্লাশি বিধায়কের বাড়ি, আত্মীয়ের বাড়িতে

নির্বাচন এগিয়ে এলেই বিজেপির তার তদন্তকারী সংস্থার অস্ত্রগুলোকে এগিয়ে দিতে থাকে। তদন্তকারী সংস্থা ইডি বা সিবিআই আজ পর্যন্ত...
Exit mobile version