Wednesday, May 7, 2025

উপনির্বাচনে প্রার্থী ঘোষণা: তাপসের ছেড়ে যাওয়া বরাহনগরে সজলকে টিকিট বিজেপির!

Date:

প্রার্থী পাচ্ছে না বিজেপি। তাই কখনও পুরোনো প্রার্থীদের ওপর, কখনও দলবদলুদের ওপর আবার কখনও অন্য এলাকার জয়ীদের অন্য জায়গায় দাঁড় করাচ্ছে গেরুয়া শিবির। সব ইস্যুতে শাসকদলের বিরোধিতা করা কলকাতা পুরসভার কাউন্সিলর সজল ঘোষকে বরাহনগর বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করেছে বিজেপি। এই মাঠ একেবারেই অচেনা সজলের। তাই দলবদলু তাপস রায়কেই তাঁর হয়ে প্রচারে নামতে হবে বলে মত রাজনৈতিক মহলের। এদিকে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের প্রার্থী তাপস। এবার নিজের কেন্দ্র, না অনুগামীর কেন্দ্র, কোন কেন্দ্র বাঁচাবেন তাপস সেটাই দেখার।

মঙ্গলবার বাংলার দুই বিধানসভা উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করে বিজেপি। বরাহনগর কেন্দ্রে প্রার্থী হন সজল ঘোষ। ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে বিধায়ক ইদ্রিস আলির মৃত্যুর পর সেই কেন্দ্রেও উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেখানে বিজেপির প্রার্থী করা হয়েছে ভাস্কর সরকারকে।

তবে দুই প্রার্থী তালিকায় গুরুত্বপূর্ণ সজল ঘোষের প্রার্থী হওয়া। লোকসভা নির্বাচনের আগে দলবদলু তাপস রায়কে কলকাতা উত্তরের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি। লোকসভার টিকিটের জন্যই তাপস রায়ের দলবদল। সেখানে বিজেপির প্রেস্টিজ ফাইট। সজল ঘোষের সাহায্য ছাড়া যেখানে বিজেপির লড়াই অনেকটাই কঠিন। অন্যদিকে বরাহনগর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক হিসাবে তাপস রায়ের ইমেজ নিয়ে লড়াই করবেন সজল ঘোষ। তবে দলবদলু তাপস রায়ের দিকে সাধারণ মানুষের সমর্থন কতটা থাকবে তার উত্তর নির্বাচনেই পাওয়া যাবে, যার প্রতিফলন সজল ঘোষের ভোটবাক্সে পড়বে।

Related articles

উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

চলতি বছরের উচ্চমাধ্যমিকের প্রথম দশের মেধা তালিকায় রয়েছেন ৭২ জন। যার মধ্যে কলকাতার চারজন পরীক্ষার্থীর নাম রয়েছে। অষ্টম...

মন্ত্রিসভার বৈঠকে মোদি, অপারেশন সিন্দুর পরবর্তীতে বাতিল আধা সেনার ছুটি

রাতে পাক জঙ্গি ঘাঁটিতে ভারতের হামলা। মৃত অন্তত ৯০ জঙ্গি। ভারতীয় সেনার পক্ষ থেকে স্পষ্ট দাবি করা হয়,...

উচ্চমাধ্যমিকে সফল পড়ুয়াদের অভিনন্দন-শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিক পরীক্ষা (H.S. Exam) ২০২৫-এর ফল প্রকাশ। বুধবার ফল ঘোষণার পরেই সফল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

দেশের ঐক্য রক্ষায় শক্তিশালী আঘাতের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ অভিষেকের, “সরাসরি রোগের বিরুদ্ধে লড়াইয়ের” ডাক

পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি উপর ভারতের সামরিক অভিযান। বুধবার মধ্যরাতে অপারেশন সিন্দুর-এ নয়টি ঘাঁটিতে আঘাত করা...
Exit mobile version