Monday, November 3, 2025

হোলিতে ব্যবহার হল না একফোঁটাও জল! ১.১ লক্ষ টাকা জরিমানা বেঙ্গালুরুতে

Date:

রঙের উৎসবে ব্যবহার করা যাবে না কোনও ধরনের জল! উত্তর ভারতের জনপ্রিয় হোলি উৎসব দক্ষিণের বেঙ্গালুরুতে (Bengaluru) অনেক বছর ধরেই জনপ্রিয়। কিন্তু এবছর সেই রঙের উৎসবে মেতে উঠতে গিয়ে জল ব্যবহার করার মাশুল দিল ২২ গৃহস্থ। হোলি উৎসবে জল ব্যবহার করার জন্য রাজ্য আদায় করল ১.১ লক্ষ টাকা জরিমানা।

এই মরশুমে গরমের শুরুতেই তীব্র জলকষ্টে টেকসিটি বেঙ্গালুরু। ৭ মার্চ বেঙ্গালোর ওয়াটার সাপ্লাই অ্যান্ড সোয়ারেজ বোর্ড (BWSASB) নির্দেশিকা জারি করে কোনও ধরনের ধরে রাখা জল দিয়ে গাড়ি ধোয়া, নির্মাণকাজ, বিনোদন বা ফোয়ারা (fountain) জাতীয় কিছু সাজাতে ব্যবহার করা যাবে না। হোলি উৎসবও সেই নিয়ম অনুযায়ী বিনোদনে জল ব্যবহারে নিষেধাজ্ঞার মধ্যেই পড়ে।

সোমবার হোলি তাই একরকম বিনা জল ব্যবহারেই কাটায় বেঙ্গালুরু। বেশ কিছু হোটেল ও রিসর্টে যে হোলি পার্টির আয়োজন করা হয়েছিল তা বাতিল করে দেওয়া হয়। পার্কগুলিতে বাতিল হয় হোলি উৎসব। কিছু রিসর্ট (resort) বিডব্লুএএসবি-র এলাকার বাইরে গিয়ে হোলি পার্টির আয়োজন করে। তবে শহরের মধ্যে নিয়ম ভেঙে হোলিতে জলের ব্যবহারের জন্য জরিমানার মুখে পড়তে হয় নাগরিকদের।

বর্তমান জলসংকটের পরিস্থিতিতে পর্ষদের নিয়ম জল অপচয় করলে প্রাথমিক জরিমানা ৫০০০ টাকা, দ্বিতীয়বার থেকে প্রতিদিন হিসাবে এই জরিমানা ৫০০ টাকা করে। সোমবার হোলির দিন রঙ খেলায় জল ব্যবহার করায় ২২টি পরিবারকে জরিমানা করা হয়। জরিমানা থেকে একদিনে মোট আদায় ১.১ লক্ষ টাকা। পর্ষদ জানিয়েছে এই ধরনের অভিযোগ পেলে তারা সেগুলিও খতিয়ে দেখছেন।

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version