Wednesday, August 27, 2025

উন্নয়নের খতিয়ান তুলে প্রচারের নির্দেশ: স্থানীয় নেতৃত্বকে সর্তকবার্তা অভিষেকের

Date:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে রাজ্য সরকার প্রচুর উন্নয়নমূলক কাজ হয়েছে। তিনি নিজেও লোকসভা এলাকায় অনেক কাজ করেছেন। ২০২৪-এর লোকসভা নির্বাচনে এই কাজের খতিয়ান তুলে ধরে প্রচার করুন। বুধবার, নিজের লোকসভা কেন্দ্রে নেতা-কর্মীদের এই বার্তাই দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রণকৌশল নিয়ে আলোচনা করতে এদিন আমতলা কার্যালয়ে দলের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এর পাশাপাশি, কয়েক স্থানীয় কাউন্সিলরকে সতর্ক করেন অভিষেক। তাঁর বার্তা, এত পরিষেবা দেওয়ার পরেও, ফল খারাপ হলে বুঝতে হবে স্থানীয় নেতাদের গোলমাল আছে। প্রয়োজনে সরে যেতে হবে।

দুদিনের এই বৈঠকে প্রথম দিন বেছে নেওয়া হয় ডায়মন্ড হারবার এবং ফলতা বিধানসভা কেন্দ্রকে। নেতা-কর্মীদের অভিষেক জানান, এই দুই বিধানসভায় রাজ্য সরকারের তরফে প্রচুর কাজ হয়েছে। তাঁর সংসদীয় এলাকাতেও ঢেলে উন্নয়ন হয়েছে। প্রচারে সেই সব কথা মনুষের কাছে নিয়ে যেতে হবে। অভিষেকের স্পষ্ট বার্তা, এত পরিষেবা দেওয়ার পরেও, আপনাদের ফল যদি খারাপ হয়। তাহলে বুঝতে হবে মানুষ আপনাদের চাইছে না। তাহলে সরে যেতে হবে।

একনজরে যা যা নির্দেশ দিয়েছেন অভিষেক

  • বিজেপি বা অন্য দল ছেড়ে যাঁরা তৃণমূলে যোগ দিয়েছেন, তাঁদের নিয়েই বাড়ি বাড়ি প্রচার করুন। মানুষকে বোঝান কেন এঁরা বিজেপি ছেড়ে এসেছেন
  • যে সব বুথে কম ভোট পড়েছে, সেই সব জায়গায় বেশি সময় দিতে হবে
  • ডায়মন্ড হারবারে বার্ধক্য ভাতা বা বিশেষ উল্লেখযোগ্য যে যে কাজ করা হয়েছে তা নিয়ে প্রচার করুন
  • বিরোধী প্রার্থী যেই হোক না, তাতে নজর না দিয়ে, দলের নেতারা উন্নয়নের কথাই বলবেন

এদিন সব তথ্য-পরিসংখ্যার নিয়ে বৈঠক করেন তৃণমূল সাংসদ তথা প্রার্থী অভিষেক। এর ভিত্তিতে দলীয় নেতাদের কাছে কিছু প্রশ্ন তোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেকের প্রশ্ন, এত কাজের পরেও কেন গত লোকসভা ও বিধানসভায় বেশ কিছু বুথে বা ওয়ার্ডে বিজেপি (BJP) সহ কয়েকটি বিরোধী দল কেন লিড পেল? এর কারণ খুঁজে বের করতে হবে।

৪, ৬, ৯, ১৬- এই চার ওয়ার্ডের কাউন্সিলরকে এই বিষয়ে বিশেষ নজর দেওয়া নির্দেশ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ভাইস চেয়ারম্যানকেও বিশেষ জোর দিতে বলেছেন।

আরও পড়ুন: আবগারি কেলেঙ্কারির পর্দাফাঁস করবেন কেজরি! বৃহস্পতিবার চমকের বার্তা স্ত্রীর

ভোট প্রস্তুতির প্রথম ধাপ হিসেবে বুধবার থেকেই ম্যারাথন বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। দক্ষিণ ২৪ পরগনার আমতলায় সাংসদের অফিসে দুদিন ধরে চলবে বৈঠক। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা নিয়ে এই বৈঠক হবে। ধাপে ধাপে ৯ লোকসভা আসন নিয়ে বৈঠক করবেন অভিষেক।






Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version