Tuesday, August 26, 2025

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করায় এবার দিলীপ ঘোষকে (Dilip Ghosh) ভর্ৎসনা করল বিজেপির শীর্ষ নেতৃত্ব, ধরানো হলো শোকজ লেটার। ইতিমধ্যেই বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ করে নির্বাচন কমিশনের (EC ) দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। পদ্ম নেতার মন্তব্যে নেট দুনিয়ায় নিন্দার ঝড়। এই অবস্থায় দিলীপ ঘোষের পাশ থেকে সরে গেল বিজেপি! সূত্রের খবর কেন মুখ্যমন্ত্রীকে নিয়ে খারাপ মন্তব্য করেছেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী, তার জবাবদিহি চাইছে দল (BJP)। পাশাপাশি দিলীপ ঘোষের আচরণ অশোভনীয় এবং অসংসদীয় বলেও শোকজ লেটারে উল্লেখ করা হয়েছে।

লোকসভার নির্বাচনের প্রচারে নেমে দুর্গাপুরের রাজীব গান্ধী স্মারক ময়দানের চা-পে চর্চার মাধ্যমে জনসংযোগ করেন দিলীপ। সাংবাদিকের মুখোমুখি হয়ে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে গিয়ে বলেন ‘ উনি গোয়ায় বলেন গোয়ার মেয়ে, ত্রিপুরায় বলেন ত্রিপুরার মেয়ে, আগে বাপ ঠিক করুন! যার তার মেয়ে হওয়া ঠিক নয়’। এরপরে দিলীপকে পাল্টা ধুয়ে দিয়েছে তৃণমূল নেতৃত্ব। রাজ্যে নির্বাচনী আচরণবিধি চালু হয়ে গেছে এই অবস্থায় দিলীপ ঘোষের মন্তব্য ঘিরে সরব রাজ্যের শাসক দল। আজ সকাল ১১টায় তৃণমূলের দশ মহিলা সদস্যের দল কমিশনে যাচ্ছেন। নির্বাচন কমিশন সূত্রে খবর আদর্শ আচরন বিধি লঙ্ঘন করায় গেরুয়া নেতার বিরুদ্ধে জেলাশাসকের কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছে। রিপোর্ট হাতে পেলে পরবর্তী পদক্ষেপ করবে কমিশন।

Related articles

কেনিয়ায় ছুটির মুডে অরিন্দম, পরিচালকের লেন্সে বন্দি প্রকৃতির সৌন্দর্য

'যেন অন্য কোনও জগতে আছি। প্রকৃতির সৃষ্টির মাঝে অস্তিত্বহীন মনে হচ্ছে নিজেকে। যেন মহাবিশ্ব আশীর্বাদ করছে, সুযোগ করে...

বিজেপির ললিপপ হবেন না: নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

বিজেপির (BJP) ললিপপ হবেন না। মঙ্গলবার, পূর্ব বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে জাতীয় নির্বাচন কমিশনকে তোপ দাগলেন...

গণতান্ত্রিক দেশে কেন দেখাবেন না ডিগ্রি: নিজের ডিগ্রি তুলে চ্যালেঞ্জ সাগরিকার

কী লুকাচ্ছেন নরেন্দ্র মোদি? এক সময় তো নিজেকে চাওয়ালা, পাহারাদার কিছু বলতেই বাদ রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra...

অমানবিক রেল পুলিশ! স্ত্রীর দেহ কাঁধে তুলে স্টেশনে ঘুরছেন স্বামী

রেল পুলিশের (Rail Police) চরম অমানবিকতা। সোমবার বরাভূম স্টেশনে শান্তা কর্মকার নামে একটি মহিলার মৃত্যু হয়। এই  মৃত্যুই...
Exit mobile version