Friday, August 22, 2025

রাতের অন্ধকারে ফের শহরে খুনের ঘটনায় চাঞ্চল্য! বউবাজারে (Bowbazar) আচমকা এক ফুটপাথবাসীকে খুনের ঘটনায় রীতিমতো অশান্ত হয়ে উঠল এলাকা। সূত্রের খবর, মঙ্গলবার রাত পৌনে দুটো নাগাদ এক ফুটপাতবাসী যুবককে মাথায় ভারী পাথর দিয়ে আঘাত করে খুনের অভিযোগ আরেক যুবকের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সঞ্জয় মল্লিক (Sanjay Mallick), বয়স ২৭ বছর। লালবাজার (Lal Bazar) সূত্রে খবর, মৃত যুবক স্থানীয় একটি দোকানের কর্মচারী ছিলেন৷ মঙ্গলবার রাতে তিনি ফুটপাতেই (Footpath) ঘুমোচ্ছিলেন৷ এরপর রাত দেড়টা নাগাদ একদল যুবক ক্যাবে চেপে বউবাজার থানার অন্তর্গত চিত্তরঞ্জন অ্যাভিনিউতে আসেন।

এদিকে স্থানীয় সূত্রে খবর, ফুটপাতে যারা শুয়েছিলেন তাঁদের প্রত্যেককে ঘুম থেকে জাগিয়ে তারা জিজ্ঞেস করে সঞ্জয় কোথায়? এরপরেই সঞ্জয়কে দেখতে পেয়ে রাস্তার পাশ থেকে একটি পাথর তুলে তার মাথায় বারংবার আঘাত করতে থাকে অভিযুক্ত৷ এরপরই বিষয়টি নজরে আসতেই সেখানে উপস্থিত সকলে চেঁচামেচি শুরু করলে ওই অ্যাপ ক্যাব উঠে এলাকা ছেড়ে চম্পট দেয় তারা৷ এদিকে ঘটনার তদন্তে নেমে মৃত সঞ্জয় মল্লিকের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, ব্যবসায়িক শত্রুতা ছিল তাঁর স্বামী এবং সুমিত কুমার সাউ নামে এক ব্যক্তির৷ এরপরই তিনি সরাসরি অভিযোগ করেন, সম্ভবত সুমিত কুমার সাউই সঞ্জয়কে খুন করেছেন। এরপরই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং মোবাইল লোকেশন ট্র্যাক করে পুলিশ জানতে পারে সুমিত কুমার সাউ দক্ষিণবন্দর থানা এলাকায় রয়েছে৷ এরপরই গভীর রাতে লালবাজারের হোমিসাইড শাখার গোয়েন্দারা দক্ষিণবন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে সুমিত কুমার সাউকে গ্রেফতার করে।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় সঞ্জয়কে মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দক্ষিণবন্দর থানা এলাকার বাসিন্দা ১৯ বছর বয়সী সুমিত কুমার সাউ, সঞ্জয়কে মাথায় কংক্রিটের চাঙড় দিয়ে থেঁতলে দেয় বলে পুলিশ সূত্রে খবর। তবে রাতের কলকাতায় ফের এম্ন হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে।

 

Related articles

স্মৃতি-তাড়িত হতে দিন: মোদির মেট্রো উদ্বোধনের দিন সব মনে করালেন মুখ্যমন্ত্রী

রেলমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে উজাড় করে দিয়েছিলেন। নতুন রুট, লাইন, ট্রেন, স্টেশন, প্রকল্প, কর্মসংস্থান— কী দেননি! ইউপিএ...

হাত-পা বাঁধা, মুখে সেলোটেপ উদ্ধার বৃদ্ধার দেহ, আতঙ্ক নিউ গড়িয়ায়

খাস কলকাতায় চমকে ওঠার মতো ঘটনা। শুক্রবার সকালে নিউ গড়িয়ার একটি অভিজাত আবাসন থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার...

ক্যাপ সমীক্ষা প্রকাশ হতেই ফাঁস হল বিজেপির ষড়যন্ত্র

বিজেপির এসআইআর ষড়যন্ত্র ফাঁস হয়ে গেল অবশেষে। ক্যাপ সমীক্ষা প্রকাশ হতেই ধরা পড়ে গেল বিজেপি। প্রত্যেক রাজ্যে ভোটের...

উৎকণ্ঠার অবসান, সফল ছাত্রছাত্রীদের অভিনন্দন: JEE-র ফল ঘোষণায় পোস্ট শিক্ষামন্ত্রীর

ওবিসি জটে আটকে গিয়েছিল ফল। প্রায় ৪ মাসের মাথায় জয়েন্ট এন্ট্রান্সের JEE রেজাল্ট প্রকাশিত হল। শীর্ষ আদালতের নির্দেশে...
Exit mobile version