২ মহিলা সহ ৬ মাওবাদীর মৃত্যু, ছত্তিশগড়ে বড়সড় সাফল্য সেনার

এলাকায় তল্লাশি চালাচ্ছে বাহিনী। মাওবাদী ডেরা থেকে প্রচুর অস্ত্র উদ্ধার হয়। মৃত ছয় মাওবাদীর দেহ সনাক্ত করা সম্ভব হয়

প্রতীকী ছবি

ছত্তিশগড়ে (Chhattisgarh) মাওবাদী ডেরায় হানা দিয়ে বড়সড় সাফল্য সেনার। বিজাপুরে (Bijapur) সিআরপিএফ-এর সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হল দুই মহিলা সহ ৬ মাওবাদীর। সংঘর্ষের পর এলাকায় তল্লাশি চালাচ্ছে সেনার তিনটি দলের। এলাকা থেকে অস্ত্র উদ্ধার হওয়ার দাবি জানিয়েছে সিআরপিএফ। লোকসভা নির্বাচনের আগে মাওবাদী উপদ্রুত এলাকায় শান্তি ফিরিয়ে আনতে পরিকল্পনামাফিক তৎপরতা শুরু করেছে ভারতীয় সেনা।

ছত্তিশগড়ের বিজাপুরে নতুন ক্যাম্প তৈরি করে মাওবাদীদের নিয়ন্ত্রণে আনার প্রক্রিয়া শুরু করেছিল সিআরপিএফ। সেই প্রস্তুতির মাঝেই à§©à§§ জানুয়ারি ল্যান্ড মাইন বিস্ফোরণে মৃত্যু হয় তিন সেনা জওয়ানের। তবে সেনার গোয়েন্দা বিভাগ ও সিআরপিএফ-কে কাজে লাগিয়ে এলাকার উপর নিয়ন্ত্রণ বাড়াতে থাকে নিরপত্তারক্ষী বাহিনী। পরিকল্পনা মাফিক বিজাপুরের বাসাগুড়া থানার (Basguda PS) অন্তর্গত চিকুরভাট্টি (Chikurbatti) ও পুশবকা (Pusbaka) গ্রামের মাঝের জঙ্গল এলাকার মাওবাদী ডেরায় হামলা চালানো হয় বুধবার ভোরে। হামলা চালায় সিআরপিএফ (CRPF), কোবরা বাহিনী (CoBRA) ও ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (DRG) – তিন শ্রেণির বাহিনী।

গুলির লড়াইয়ের পর সকালে ছয় মাওবাদীর দেহ উদ্ধার হয় এলাকা থেকে। সেনার দাবি কিছু মাওবাদী আহত হন গুলির লড়াইতে। তাঁদের সন্ধানে এলাকায় তল্লাশি চালাচ্ছে বাহিনী। মাওবাদী ডেরা থেকে প্রচুর অস্ত্র উদ্ধার হয়। মৃত ছয় মাওবাদীর দেহ সনাক্ত করা সম্ভব হয়। তাঁরা মাওবাদীদের ১০ নম্বর প্ল্যাটুনের সদস্য। তাঁদের মধ্যে ছিলেন কমান্ডার নাগেশ, তাঁর স্ত্রী সোনি ও অন্য় দুজন সদস্য আয়তু ও গঙ্গীকে সনাক্ত করা গিয়েছে।